Advertisment

Ration Card: বাড়ি বসেই রেশন কার্ডের ভুল সংশোধন কীভাবে? চটজলদি জানুন বাম্পার সেই উপায়!

Ration card correction online West Bengal: রেশন গ্রাহকদের হয়রানি রুখতে এবার দারুণ বন্দোবস্ত করেছে খাদ্য দফতর। এবার আর কোথাও ছুটতে হবে না। বাড়িতে বসেই আপনি রেশন কার্ডের ভুল সংশোধন করে নিতে পারবেন। বিশেষ এই প্রতিবেদনে সেই ব্যাপারেই বিস্তারিতভাবে তথ্য তুলে ধরা হল।

author-image
IE Bangla Web Desk
New Update
Ration card correction online West Bengal, অনলাইনে রেশন কার্ড সংশোধন

Ration card: প্রতীকী ছবি।

Ration card correction online: এবার ঘরে বসেই রেশন কার্ডে (Ration Card) নাম, বয়স, ঠিকানা-সংক্রান্ত একাধিক ভুল সংশোধন করতে পারবেন নিজেই। দেশের মধ্যে পশ্চিমবঙ্গই (West Bengal) প্রথম রাজ্য যে এই ধরনের উদ্যোগ নিয়েছে। বিধানসভায় এই দাবি করেছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ইতিমধ্যেই রাজ্যের ২২ লক্ষ নাগরিক এই ব্যবস্থার মাধ্যমে রেশন কার্ডের ভুল বা অন্য প্রয়োজনীয় কাজ সেরে ফেলেছেন।

Advertisment

অনলাইনে কীভাবে রেশন কার্ডের ভুল সংশোধন করবেন?

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, দেশের মধ্যে এই প্রথম রেশন কার্ডের ক্ষেত্রে 'সেল্ফ সার্ভিস' প্রক্রিয়া চালু করেছে পশ্চিমবঙ্গ। খাদ্য দফতরের ফুড পোর্টালে গিয়ে এই কাজটি করতে হবে। রেশনে ভর্তুকি নিতে না চাইলে তাও আবেদন করা যাবে। অনলাইনে রেশন কার্ডের নাম, বয়স, ঠিকানার ভুল তথ্য সংশোধন করা যাবে।

উল্লেখ্য, রেশন কার্ডের তথ্য ভুল থাকলে তা সংশোধন করার ক্ষেত্রে অনেক সময়েই দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। খাদ্য দফতর-সহ নানা জায়গায় দৌড়োদৌড়ি করে বহুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে হয়রানির শিকার হতে হয় অনেককে।

আরও পড়ুন- Cultivation: নামমাত্র খরচে অল্প দিনেই মোটা টাকা আয়! ক্রমেই বিপুল জনপ্রিয় এই চাষ

আরও পড়ুন- Royal Bengal Tiger: সুন্দরবনের জঙ্গলে বাড়ল বাঘের সংখ্যা, বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার পরিবার আরও বড়!

গ্রাহকদের হয়রানি রুখতেই তাই এবার দারুণ বন্দোবস্ত করেছে খাদ্য দফতর। এবার আর কোথাও ছুটতে হবে না। অনলাইনে বাড়িতে বসেই আপনি রেশন কার্ডের ভুল সংশোধন করে নিতে পারবেন। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের দাবি দেশের মধ্যে ইতিমধ্যেই ২২ লক্ষ লোক পোর্টালে গিয়ে রেশন কার্ডের ভুল সংশোধন করেছেন। গ্রাহকদের হয়রানি রুখতেই এই ব্যবস্থা বলে খাদ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন।

আরও পড়ুন- UPI Payments: PhonePe, Google Pay থেকে ভুল ব্যক্তিকে টাকা পাঠিয়েছেন? টাকা ফেরতের সহজ উপায় জানুন

Ration card West Bengal Ration card correction
Advertisment