Advertisment

ভোররাতে নাটকীয় গ্রেফতারি! স্বাস্থ্য পরীক্ষার পর আজই কোর্টে পেশ জ্যোতিপ্রিয়কে

রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

author-image
IE Bangla Web Desk
New Update
Jyotipriya Mallick is being treated by neurologists despite being admitted to the cardiology department of SSKM Hospital , কার্ডিও-তে ভর্তি হলেও বালুর মেডিক্যাল বোর্ডে নেই কোনও হার্ট স্পেশালিস্ট, মন্ত্রীর তত্ত্বাবধানে নিউরোলজিস্ট!

রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক।

গ্রেফতারির পর স্বাস্থ্য পরীক্ষা। সিজিও কমপ্লেক্স থেকে বের করে প্রাক্তন খাদ্যন্ত্রীকে নিয়ে যাওয়া হল জোকা ইএসআই হাসপাতালে। সেখানেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষার পর আজই তাঁকে আদালতে তোলা হবে। রাজ্যের বনমন্ত্রীকে রেশন বণ্টন দুর্নীতি মামলায় হেফাজতে চেয়ে আবেদন জানাবে কেন্দ্রীয় সংস্থা।

Advertisment

একটানা ২০ ঘণ্টা বাড়িতে তল্লাশি চালানোর পর শুক্রবার ভোররাতে রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এই মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমনাকে। বাকিবুরের ১০০ কোটির সম্পত্তির খোঁজ পায় ইডি। দুবাই, বাংলাদেশে ব্যবসা রয়েছে বাকিবুরের। তাকে দফায় দফায় জেরা করেই রেশন বণ্টন দুর্নীতির সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রীর যুক্ত থাকার অভিযোগ ওঠে।

সেই মতো বৃহস্পতিবার সকাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের দুটি বাড়িতে একযোগে চলে তল্লাশি। একইসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিককেও চলে টানা জিজ্ঞাসাবাদ। টানা ২০ ঘণ্টা তল্লাশি-জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার ভোররাতে গ্রেফতার কার হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। গ্রেফতারের পর তাঁকে নিয়ে যাওয়া হয় ইডির সল্টলেক সিজিও কমপ্লেক্সের দফতরে। সেখানে আরও এক পর্বে চলে জেরা। তারপরেই মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যদিও গ্রেফতারির পরেই এদিন ষড়যন্ত্র তত্ত্ব খাঁড়া করেছিলেন মমতা ঘনিষ্ঠ এই মন্ত্রী।

আরও পড়ুন- কাদের ‘ষড়যন্ত্রে’ গ্রেফতার? নাম বলে বলে ‘চিল চিৎকার’ ক্ষুব্ধ জ্যোতিপ্রিয়র!

এদিন গ্রেফতার হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘আমি গভীর ষড়যন্ত্রের শিকার’। সিজিও কমপ্লেক্সে গিয়েও মন্ত্রী একই কথা বলেন। তবে, কে তাঁর বিরুদ্ধে কী ষড়যন্ত্র করেছেন, তা স্পষ্ট করেননি ধৃত মন্ত্রী।

tmc West Bengal ED Jyotipriyo Mallick Bengal Ration Distribution Scam
Advertisment