Advertisment

Jyotipriya Mallick: দেরিতে হলেও সিদ্ধান্তটা নিয়েই ফেললেন মুখ্যমন্ত্রী, বালুকে ছেঁটে দায়িত্ব কাদের?

Jyotipriya Mallick: এর আগে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন। পরে তাঁকেও রাজ্য মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমলের মহাসচিপ পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হয়েছিল। এবার জ্যোতিপ্রিয় মল্লিককেও রাজ্য মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হল। তাঁর বদলে রাজ্যেরই অপর দুই মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হল বালুর হাতে থাকা দফতরগুলির।

author-image
IE Bangla Web Desk
New Update
Ration scam accused arrested Jyotipriya Mallick removed from wb state cabinet

Jyotipriya Mallick: রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Jyotipriya Mallick: সম্ভাবনাটা বাড়ছিলই, শেষমেশ সিদ্ধান্তটা নিয়েই ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেশন দুর্নীতিতে (Ration Scam) ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) সরানো হল রাজ্য মন্ত্রিসভা থেকে। তাঁর দফতর রাজ্যের দুই মন্ত্রীর মধ্যে ভাগাভাগি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পরেও জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রিত্ব থেকে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছিলেন বিরোধীরা। তবে এতদিনে মন্ত্রিসভা থেকে বালুকে অব্যাহতি দিলেন মমতা বন্দ্যেপাধ্যায়।

Advertisment

জ্যোতিপ্রিয় মল্লিকের বদলে এবার থেকে বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বীরবাহা হাঁসদা। জ্যোতিপ্রিয় মল্লিক শিল্প পুনর্গঠন দফতরেরও দায়িত্বে ছিলেন। সেই দফতর থেকেও সরানো হয়েছে তাঁকে। বদলে এবার রাজ্য শিল্প পুনর্গঠন দফতরের অতিরিক্ত ভার গেল পার্থ ভৌমিকের হাতে।

এর আগে একইভাবে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। শিক্ষায় নিয়োগে দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে মন্ত্রিত্ব থেকে সরানোর পাশাপাশি দলের মহাসচিব পদ থেকেও সরিয়ে দেয় তৃণমূল। এবার প্রায় সেই একই পথে জ্যোতিপ্রিয় মল্লিককেও সরানো হল রাজ্য মন্ত্রিসভা থেকে।

আরও পড়ুন- Sundarban: তক্কে তক্কে ছিল! জলে নামতেই এক লাফে ঘাড়ে কামড়! রোমহর্ষক-কাণ্ড সুন্দরবনে!

আরও পড়ুন- Mimi Chakraborty: হাতকড়া এড়াতেই ইস্তফা মিমি-র? চাঞ্চল্যকর পোস্ট বিজেপি নেতার

গ্রেফতার হওয়ার এতদিন পরে জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া নিয়ে মুখ খুলেছে বিরোধীরা। সংবাদমাধ্যমে বিজেপি নেতা রাহুল সিনহা হলেন, "তৃণমূল কি এটাই মেনে নিল যে জ্যোতিপ্রিয় মল্লিক পাপ করেছে।" গ্রেফতারের এতদিন পরে জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে সরানো নিয়ে মুখ্যমন্ত্রীরও কড়া সমালোচনা করেছেন রাহুল সিনহা। একইভাবে বালুর অব্যাহতি সিদ্ধান্ত দেরিতে হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই দুষছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও (Sujan Chakraborty)।

Mamata Banerjee West Bengal ED Jyotipriyo Mallick Ration Scam
Advertisment