Arjun Singh-BJP: BJP-তেই যাচ্ছেন অর্জুন সিং। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে সেকথা জানিয়ে দিয়েছেন দাপুটে রাজনীতিবিদ। এমনকী গেরুয়া দলে ভিড়ে আসন্ন লোকসভা (Lok Sabha Election 2024) নির্বাচনে তিনি যে বারাকপুর (Barrackpur) থেকেই দাঁড়ানোর মরিয়া চেষ্টায় রয়েছেন সেকথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আজ রাতের বিমানেই তিনি দিল্লি উড়ে যাচ্ছেন ও কাল তাঁর বিজেপি-যোগ বলে জানিয়েছেন অর্জুন সিং (Arjun Singh) নিজে। তবে অর্জুনের পদ্মে ঘরওয়াপসিতে এবার দলেই বিদ্রোহ শুরু।
বারাকপুরের BJP নেত্রী তথা দলের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র অর্জুনের ফের বিজেপিতে যোগ নিয়ে দারুণ ক্ষুব্ধ। সংবাদমাধ্যমের সামনেই এব্যাপারে মুখ খুলেছেন তিনি। তিনি বলেন, "বারবার দল বদল করলে কেউই ভালোভাবে নেয় না। অর্জুন সিংকে দলের কর্মীরা ঠিকভাবে মেনে নিতে পারেন কিনা দেখার বিষয়।" এমনকী অর্জুনের দলে অন্তর্ভুক্তি রুখতে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি পাঠানো হয়েছে কিনা জানতে চাইলে তা অস্বীকার করেননি ফাল্গুনী। এরই পাশাপাশি বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারিও (Tarunjyoti Tiwari) অর্জুনের পদ্মে অন্তর্ভুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে অর্জুন সিংয়ের BJP-তে যোগ ইস্যুতে খানিকটা সাবধানী মন্তব্য শোনা গেল বারাকপুর বিজেপির সাংগঠনিক সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের মুখে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেন, "বিজেপি একটা সর্বভারতীয় দল। কেন্দ্রীয় নেতৃত্ব যাকে প্রার্থী ঘোষণা করবে আমরা মেনে নেব। বারাকপুরের মানুষ ২০১৯ সালে বিজেপিকে দেখে আর মোদীজিকে দেখেই ভোট দেবেন। এখানে ব্যক্তির কোনও গুরুত্ব নেই। বারাকপুরের মানুষ ব্যক্তিকে দেখে ভোট দেয় না। ২০২৪ সালেও নরেন্দ্র মোদীর কাজ আর পদ্মফুলকে দেখেই মানুষ ভোট দেবেন। ব্যক্তি এখানে গুরুত্বপূর্ণ নয়।"
আরও পড়ুন- Arjun Singh-BJP: আজ দিল্লি যাচ্ছেন, শুক্রবার বিজেপিতে যোগদান, অর্জুন ব্যারাকপুর থেকেই ফের প্রার্থী?
উল্লেখ্য, তৃণমূল তাঁকে বারাকপুর কেন্দ্রে টিকিট না দেওয়ার পর থেকেই ফুঁসছিলেন অর্জুন সিং। গত রবিবার ব্রিগেডের 'জনগর্জন সভা' (Jana Garjana Sabha) থেকে রাজ্যের ৪২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তারপরেই ফের তৃণমূল ছাড়ার ইঙ্গিত দেন অর্জুন।
আরও পড়ুন- Mamata VS Suvendu: ‘আমি ইস্তফা দেব, না হলে আপনি দেবেন তো?’ মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর!
আজ সাংবাদিক সম্মেলন করে অর্জুন সিং জানিয়ে দিয়েছেন তিনি BJP-তে যাচ্ছেন। আজ রাতের বিমানেই দিল্লি উড়ে যাচ্ছেন তিনি। শুক্রবারই তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানিয়েছেন। বিজেপি এবারও তাঁকে বারাকপুর কেন্দ্র থেকেই টিকিট দেবে বলে আশাবাদী এই দাপুটে নেতা।
এদিকে, অর্জুনের ফের বিজেপিতে যোগ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন সংবাদমাধ্যমে বলেছেন, "যাঁরা ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কথায়-কথায় দল বদল করেন, মানুষের কাছে আগামী দিনে তাঁদের গ্রহণযোগ্যতা থাকবে না।"