কয়লা ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্য়ক্ষ বিদেশি বিনিয়োগের কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে এবার সরব হলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এ ব্য়াপারে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন বাংলার মুখ্য়মন্ত্রী। উল্লেখ্য়, কিছুদিন আগেই, কয়লা খনিতে ১০০ শতাংশ প্রত্য়ক্ষ বিদেশি বিনিয়োগের অনুমতি দিয়েছে মোদী সরকার। পাশাপাশি সম্প্রতি কয়লাখনির নিলাম প্রক্রিয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার রাতে মোদীকে চিঠিতে মমতা লিখেছেন, এই সিদ্ধান্তে আমার তীব্র আপত্তির কথা জানাচ্ছি। এই নীতিতে প্রত্য়ক্ষ বিদেশি বিনিয়োগ যেমন আসবে না, তেমন এমন কিছু প্রযুক্তিও আসবে না, যেটা আমরা ব্য়বহার করতে পারব।
আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: উচ্চমাধ্য়মিকের বাকি পরীক্ষা বাতিল-বাস-মিনিবাসের জন্য় মমতার মাস্টারস্ট্রোক-জুলাইয়ে মেট্রো চালুতে সবুজসংকেত-বিমান চলাচল নিয়ে রাজ্য়ের আপত্তি
এ প্রসঙ্গে মমতা আরও লিখেছেন, ''কয়লাক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্য়ক্ষ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছি। একইসঙ্গে অনুরোধ করছি যাতে, কলকাতা থেকে কোল ইন্ডিয়ার দফতর সরিয়ে না নিয়ে যাওয়া হয়, সে ব্য়াপারে হস্তক্ষেপ করার আর্জি জানাচ্ছি''।
উল্লেখ্য়, করোনায় লকডাউন পরিস্থিতিতে কিছুদিন আগে, কয়লাখনির নিলাম প্রক্রিয়া শুরু করা হয়। মোদী বলেছিলেন, ”আত্মনির্ভর ভারত গড়তে শক্তিক্ষেত্রে একটা বিরাট পদক্ষেপ করা হল। একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হল, এর ফলে কয়লা ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে”। প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, ”কয়লাখনির বেসরকারিকরণের জন্য়ই আমরা শুধুমাত্র নিলাম প্রক্রিয়া শুরু করলাম তেমনটা নয়, এরফলে কয়লাখনিগুলিতে দশকের পর দশক ধরে চলে আসা লকডাউন থেকে কয়লা ক্ষেত্রকে বের করে আনা সম্ভব হবে”।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন