ফেব্রুয়ারির শুরুতেই শীতের রেকর্ড, কলকাতার তাপমাত্রা কমে ১১.৪ ডিগ্রি

ফেব্রুয়ারির শুরুতেই জমিয়ে ব্যাটিং শীতের। রবিবারের পর সোমবারও কলকাতায় নামল উষ্ণতার পারদ।

ফেব্রুয়ারির শুরুতেই জমিয়ে ব্যাটিং শীতের। রবিবারের পর সোমবারও কলকাতায় নামল উষ্ণতার পারদ।

author-image
IE Bangla Web Desk
New Update

ফেব্রুয়ারির শুরুতেই জমিয়ে ব্যাটিং শীতের। রবিবারের পর সোমবারও কলকাতায় নামল উষ্ণতার পারদ। সোমবার মরশুমের শীতলতম দিন। তাপমাত্রার নিরিখে ফেব্রুয়ারি শুরুতে যা গত ১০ বছরে রেকর্ড। আগামী দু'দিন এই শীত বজায় থাকবে বলে আগেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাই শীতপ্রেমীরা আপাতত ঠান্ডা উপভোগে ব্যস্ত।

Advertisment

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়া। সর্বোচ্চ তাপমাত্রা ২২.৭ ডিগ্রি। উভয় ক্ষেত্রেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। ঠান্ডার প্রকোপের পাশাপাশি গত কয়েক দিনের মতো ঘন কুয়াশার দাপটও লক্ষ্যনীয়। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৪৬ শতাংশ। বৃষ্টি হয়নি।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলা- জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পাশাপাশি রাজ্যের ১৪টি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, দুই বর্ধমানে শৈত্য প্রবাহের সঙ্গেই উত্তরবঙ্গের দুই দিনাজপুর, জলপাইগুড়িত, কোচবিবারে সতর্কতা জারি করা হয়েছে।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata West Bengal Weather Report winter weather update weather today