পুলিশে নিয়োগ বহুগিন ধরে থমকে রয়েছে। যা নিয়ে বৃহস্পতিবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। পুলিশে সব নিয়োগ পূরণে নির্দিষ্ট সময় বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দিলেন, ৬ মাসের প্রশিক্ষণ প্রথামিক পর্যায়ে শেষ করতে হবে ৭ দিনে। তারপরই নিয়োগ প্রাপ্তদের থানায় পোস্টিং দিয়ে দেওয়া হবে।
এ দিন উৎকর্ষ বাংলা সম্পর্কিত পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যে পলিটেকনিক কলেজ, নার্সিং কলেজের সংখ্যা এবং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাফল্য, কর্মসংস্থানের খতিয়ান পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই পুলিশের নিয়োগ নিয়ে কথা বলেন তিনি।
কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
'আগে যখন পুলিশে লোক নেওয়া হত, ৬ মাস প্রশিক্ষণ দিতে হত। হাজার হাজার নিয়োগের জন্য পড়ে রয়েছে। কিন্তু একটা ল্যাথার্জি ও ক্যাজুয়ালনেস চলে এসেছে, আজ করছি, কাল করছি। কারণ, যে নিয়োগ করছে তার কিছু যায়-আসে না। কিন্তু যে ছেলে-মেয়েগুলি পরীক্ষা দেন, তাঁরা তো আশায় থাকে চাকরিটা কবে হবে। আমি স্ট্রেট বলছি, ৩ মাসের মধ্যে পুলিশের সব নিয়োগ শেষ করতে হবে।'
পাশাপাশি পুলিশের নিয়োগ প্রক্রিয়ার সময় প্রশিক্ষণ ব্যবস্থায় কিছুটা বদল পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এতদিন ৬ মাস ধরে, ৩ মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হত। সেটা এখন সাতদিন প্রশিক্ষণ দেওয়ার পর তাঁদের এক একটি থানায় পাঠান। সেখানে ফোর্স বাড়ান। এরপর যখন ফিল্ড ট্রেনিং দেওয়া হবে, তখন সাতদিন করে অন্যান্য ট্রেনিং দেওয়া হোক। মাসের মধ্যে ২১ দিন ফিল্ডে কাজ করানো হোক এবং সাতদিন অন্যান্য বাকি ট্রেনিং করান।'