স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিস্ফোরক একটি তথ্য প্রকাশ্যে এল। নিয়োগের ক্ষেত্রে কোনও অ্যাপটিটিউট টেস্টই নেওয়া হয়নি। ২০১৪-এর টেটের ভিত্তিতেই ২০১৬ সালে রাজ্যের প্রাথমিক স্কুলে নিয়োগ দেওয়া হয় বলে দাবি। খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে পরীক্ষকরাই এমন সাক্ষ্য দিয়েছেন বলে জানা গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নিয়োগ-দুর্নীতিতে রাজ্য প্রশাসনকে আবারও কাঠগড়ায় তুলে সুর চড়িয়েছে বিরোধীরা।
নিয়োগ দুর্নীতির মামলায় আবারও বিস্ফোরক একটি তথ্য সামনে এল। জানা গিয়েছে, এর আগে গত ২১ ফেব্রুয়ারি ইন্টারভিউ নিয়েছিলেন এমন ৩০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনেই ওই সাক্ষ্য নেওয়া হয়েছিল। সেই সাক্ষ্য দিতে গিয়ে ইন্টারভিউয়ারদের বেশির ভাগ সদস্য জানিয়েছিলেন, যে অ্যাপ্টিটিউট টেস্ট
ছাড়াই নিয়োগ করা হয়েছে।
এমনকী বিচারপতির সামনে সাক্ষ্য দিতে গিয়ে কোনও কোনও ইন্টারভিউয়ার নাকি জানিয়েছেন, যে অ্যাপ্টিটিউট টেস্ট নেওয়ার কথা নাকি তাঁদের জানানোই হয়নি। নিয়োগ দুর্নীতি মামলায় এমন বিস্ফোরক তথ্য সামনে আসার পরেই রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলে সোচ্চার হয়েছে বিরোধীরা।
আরও পড়ুন- মদন থেকে রাজীব, প্রাক্তন মন্ত্রীদের সঙ্গেও দিব্যি ওঠাবসা ছিল হৈমন্তীর!
বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি টুইটে লিখেছেন, 'যারা ইন্টারভিউ নিয়েছিল তাদের বয়ান রেকর্ড করেছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাদের বয়ান থেকে এটা পরিষ্কার যে কোনওরকম Aptitude test নেওয়া হয়নি। যেই পরীক্ষাটা হয়নি সেই পরীক্ষায় কীভাবে নম্বর দেওয়া হলো?'