কলকাতার রেড রোডে আজ দুর্গাপুজোর কার্নিভাল। একশোরও বেশি পুজো কমিটি অংশ নেবে কার্নিভালে। এই কার্নিভালের মাধ্যমেই এবারের মতো দেবী দুর্গাকে বিদায় জানাবে তিলোত্তমা মহানগরী। বাংলার দুর্গাপুজোর মুকুটে এসেছে ইউনেস্কোর হেরিটেজ সম্মান। তাই বর্ণাঢ্য আয়োজনে এবারও নজরকাড়া কার্নিভাল উপহার দিতে তৈরি রাজ্য সরকার। রেড রোডে আজ পুজোর কার্নিভালের কারণে কলকাতার একাধিক রাস্তা বন্ধ।
পুজো কার্নিভালের জন্য কোন কোন রাস্তা বন্ধ?
জানা গিয়েছে, রেড রোডে ঢোকার রাস্তাগুলি আজ দিনভর বন্ধ থাকবে। শুক্রবার সকালের দিকে রেড রোড ছাড়া লাগোয়া বাকি রাস্তাগুলি খোলা। তবে বেলা ২টোর পর ওই রাস্তাগুলিও বন্ধ করে দেওয়া হবে। রেড রোডে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে কুইনস ওয়ে, লাভার্স লেন, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড রোড। বেলা বাড়লেই বন্ধ হয়ে যাবে স্ট্র্যান্ড রোড।
এছাড়াও পুজো কার্নিভালের জন্য জওহরলাল নেহেরু রোড, ক্যাথিড্রাল রোড, হেয়ার স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিটে পার্কিয়ের ক্ষেত্রে ট্রাফিক বিধি নিষেধ থাকবে। এছাড়াও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ডাফরিন রোড, খিদিরপুর রোডে।
আরও পড়ুন- কাদের ‘ষড়যন্ত্রে’ গ্রেফতার? নাম বলে বলে ‘চিল চিৎকার’ ক্ষুব্ধ জ্যোতিপ্রিয়র!
আজ রেড রোডে কার্নিভালে একশোরও বেশি পুজো কমিটি অংশ নেবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিকেল সাড়ে ৪টে থেকে শুরু এবারের দুর্গাপুজোর কার্নিভাল। অনুষ্ঠানে বিদেশি অতিথিরাও থাকবেবন।