Advertisment

শুক্রবার কলকাতার উত্তর-দক্ষিণ রুটে চলবে কম মেট্রো

২৮৮টি মেট্রোর বদলে ওই দিন চলবে ২৩৪টি ট্রেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata metro rail special service on durga puja 2023 panchami and sasthi

দুর্গাপুজোর দিনগুলিতে বিশেষ পরিষেবা দেবে মেট্রো।

আগামী শুক্রবার (৫ মে, ২০২৩) বুদ্ধ পূর্ণিমা। সরকারিভাবে ছুটির দিন। বন্ধ থাকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয, সরকারি, বেসরকারি দফতর। স্বাভাবিকভাবেই মানুষের আনাগোনাও কম থাকে। ফলে আগামী শুক্রবার কলকাতার উত্তর-দক্ষিণ (ব্লু লাইন) রুটে সংখ্যায় কম মেট্রো চলাচল করবে। বুধবার কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের তরফে বিবৃতি জারি করে এই ঘোষণা করা হয়েছে।

Advertisment

সাধারণত ব্লু লাইন অর্থাৎ কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ রুটে দৈনিক ২৮৮টি মেট্রো চলাচল করে। কিন্তু বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী শুক্রবার (৫ মে, ২০২৩) ওই রুটে চলবে ২৩৪টি মেট্রো। মিলবে ১১৭টি আপ ও ১১৭টি ডাউন মেট্রো পরিষেবা৷

বুদ্ধ পূর্ণিমার দিন মেট্রোর সময়সূচি-

প্রথম পরিষেবা:-

সকাল ৬.৫০ - দমদম থেকে কবি সুভাষ। (অপরিবর্তিত)

সকাল ৬.৫০ - কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (অপরিবর্তিত)

সকাল ৬.৫৫ - দমদম থেকে দক্ষিণেশ্বর। (অপরিবর্তিত)

সকাল ৭টা - দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (অপরিবর্তিত)

শেষ পরিষেবা:-

রাত ৯.২৮ - দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (অপরিবর্তিত)

রাত ৯.৩০ - কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (অপরিবর্তিত)

রাত ৯.৪০ - দমদম থেকে কবি সুভাষ। (অপরিবর্তিত)

রাত ৯.৪০ - কবি সুভাষ থেকে দমদম। (অপরিবর্তিত)

Metro kolkata metro Buddha Purnima
Advertisment