বিবাহবার্ষিকীতে স্ত্রীর হাতে অত্যাধুনিক মেশিনগান ধরিয়ে রিল তৈরি করে ফেসবুকে পোষ্ট প্রাক্তন তৃণমূল নেতার। বীরভূমের রামপুরহাটের প্রাক্তন তৃণমূল নেতা রিয়াজুল হকের এহেন কীতিতে রীতিমতো চর্চা ছড়িয়েছে। রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত এই রিয়াজুল।
Advertisment
রামপুরহাটের বগটুই গ্রামের বাসিন্দা রিয়াজুল হক। তিনি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রামপুরহাট ১ নম্বর ব্লকের সভাপতি ছিলেন। মাস দু'য়েক আগে তিনি পদ থেকে ইস্তফা দেন। মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনের হাতে একটি অত্যাধুনিক প্রযুক্তির আগ্নেয়াস্ত্র দিয়ে রিল তৈরি করে পোষ্ট করেন তৃণমূলের প্রাক্তন নেতা। তবে আগ্নেয়াস্ত্রটি নকল না আসল তা অবশ্য খতিয়ে দেখা হয়নি।
একদা বগটুই এলাকার দাপুটে তৃণমূল নেতার এহেন কাণ্ডে তুমুল চর্চা ছড়িয়েছে। বিশেষ করে এলাকায় রোমহর্ষক গণহত্যার পর সেই বগটুই গ্রামেরই প্রাক্তন তৃণমূল নেতার এহেন পোষ্টে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মুখে এখনও পর্যন্ত প্রকাশ্যে কেউ কিছু না বললেও গুঞ্জন থামছে না।
রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিষ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত রিয়াজুল হক। বিভিন্ন সময়ে জেলার তাবড় তৃণমূল নেতার উপস্থিতিতে বিভিন্ন অনুষ্ঠানে রিয়াজুলকে দেখা গিয়েছে। যদিও রিয়াজুলের এই কীর্তি নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।