বিবাহবার্ষিকীতে স্ত্রীকে 'মেশিনগান' গিফট! প্রাক্তন তৃণমূল নেতার 'বাহুবলী' পোস্টে শোরগোল

রামপুরহাটের তৃণমূল বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই প্রাক্তন তৃণমূল নেতা।

রামপুরহাটের তৃণমূল বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই প্রাক্তন তৃণমূল নেতা।

IE Bangla Web Desk & Nilotpal Sil
New Update
reels of former tmc leaders wife holding a firearm in has gone viral

প্রাক্তন তৃণমূল নেতার স্ত্রীর এই ছবিটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বিবাহবার্ষিকীতে স্ত্রীর হাতে অত্যাধুনিক মেশিনগান ধরিয়ে রিল তৈরি করে ফেসবুকে পোষ্ট প্রাক্তন তৃণমূল নেতার। বীরভূমের রামপুরহাটের প্রাক্তন তৃণমূল নেতা রিয়াজুল হকের এহেন কীতিতে রীতিমতো চর্চা ছড়িয়েছে। রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত এই রিয়াজুল।

Advertisment
publive-image
ফিরহাদ হাকিমের সঙ্গে প্রাক্তন তৃণমূল নেতা রিয়াজুল হক।

রামপুরহাটের বগটুই গ্রামের বাসিন্দা রিয়াজুল হক। তিনি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রামপুরহাট ১ নম্বর ব্লকের সভাপতি ছিলেন। মাস দু'য়েক আগে তিনি পদ থেকে ইস্তফা দেন। মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনের হাতে একটি অত্যাধুনিক প্রযুক্তির আগ্নেয়াস্ত্র দিয়ে রিল তৈরি করে পোষ্ট করেন তৃণমূলের প্রাক্তন নেতা। তবে আগ্নেয়াস্ত্রটি নকল না আসল তা অবশ্য খতিয়ে দেখা হয়নি।

Advertisment
publive-image
রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রিয়াজুল।

একদা বগটুই এলাকার দাপুটে তৃণমূল নেতার এহেন কাণ্ডে তুমুল চর্চা ছড়িয়েছে। বিশেষ করে এলাকায় রোমহর্ষক গণহত্যার পর সেই বগটুই গ্রামেরই প্রাক্তন তৃণমূল নেতার এহেন পোষ্টে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মুখে এখনও পর্যন্ত প্রকাশ্যে কেউ কিছু না বললেও গুঞ্জন থামছে না।

আরও পড়ুন- সোমের পর মঙ্গলেও বড় ধাক্কা শুভেন্দুর, রাজ্যের তদন্তেই আস্থা হাইকোর্টের

publive-image
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা দাপুটে তৃণমূল নেতা কাজল শেখের সঙ্গে রিয়াজুল হক।

রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিষ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত রিয়াজুল হক। বিভিন্ন সময়ে জেলার তাবড় তৃণমূল নেতার উপস্থিতিতে বিভিন্ন অনুষ্ঠানে রিয়াজুলকে দেখা গিয়েছে। যদিও রিয়াজুলের এই কীর্তি নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

tmc Birbhum West Bengal Facebook Reels