বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে বাংলার জন্য বিরাট বিনিয়োগের বার্তা দিলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে বাংলার জন্য বিরাট বিনিয়োগের বার্তা দিলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে, তাঁকে বাংলার প্রকৃত অগ্নিকন্যা বলে সম্বোধন করলেন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি। এই ধনকুবের বাংলায় একাধিক প্রকল্পে বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন মঙ্গলবার।
Advertisment
এদিন আম্বানি মমতার প্রশংসা করে বলেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর কথা ধার করেই বলতে হয়, আপনিই বাংলার প্রকৃত অগ্নিকন্যা। আপনার মধ্যে সংগ্রামের আগুন রয়েছে। আপনার দুরদর্শিতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখেই বাংলার মানুষ আপনাকে বেছে নিয়েছে। যেভাবে আপনার নেতৃত্বে বাংলার অর্থনীতি এগিয়ে চলেছে তা প্রশংসাযোগ্য। বাংলার অর্থনীতি আর কিছুদিনের মধ্যে দেশের মধ্যে তৃতীয় স্থানে উঠে আসবে। এই অগ্রগতি চলতে থাকলে শীঘ্রই এশিয়ার তাবড় দেশ যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতো দেশগুলির অর্থনীতিকে টেক্কা দেবে। সেদিন বেশিদূর নয়। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ছুটছে বাংলার অর্থনীতি।"
Advertisment
এরপরই রিলায়েন্সকর্তা বাংলার জন্য একাধিক বিনিয়োগের কথা ঘোষণা করেন। যার মধ্যে প্রধান হল, কালীঘাটের কালীমন্দির সংস্কার। এই কথা বলতে গিয়ে আম্বানি বলেন, "এটা আমার এবং নীতা ও মুখ্যমন্ত্রীর বড় সাধের প্রকল্প। গোটা মন্দিরের সংস্কার, আধুনিকীকরণ করবে রিলায়েন্স গোষ্ঠী। ঐতিহ্যকে অটুট রেখে এই কাজ করা হবে।" এর পাশাপাশি আম্বানি বলেন, বিশ্ববাংলার সঙ্গে গাঁটছড়া বেঁধে এবার থেকে বাংলার ঐতিহ্যমণ্ডিত হস্তশিল্প এবং তাঁতের সামগ্রী পাওয়া যাবে রিলায়েন্স রিটেল আউটলেটেও।
আগামী ২ বছরের মধ্যে ১০০০-১২০০ রিটেল আউটলেট করবে রিলায়েন্স। তথ্যপ্রযুক্তি সেক্টরেও বিনিয়োগ করবে রিলায়েন্স। এরাজ্যে ৪৫ হাজার কোটি টাকা আগেই লগ্নি করেছে রিলায়েন্স গোষ্ঠী। এদিন আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করলেন আম্বানি। রিলায়েন্সকে সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মুকেশ অম্বানি। বাংলার ঘরে ঘরে জিও ফাইবারের মাধ্যমে স্মার্টফোন পৌঁছে দেবে রিলায়েন্স। বক্তব্যের শেষে 'জয় বাংলা' বলেন রিলায়েন্সের কর্ণধার।