scorecardresearch

ভোররাতে ক্ষণিকের ঝড়-বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে আবহাওয়া?

ভোররাতে শহর কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির জেরে ক্ষণিকের স্বস্তি। বৃষ্টির হাত ধরেই খানিকটা নেমেছে তাপমাত্রা।

Relief in the momentary storm-rain in the morning, how will the weather be today? bengal weather update 29 may 2022
কলকাতায় স্বস্তির বৃষ্টি।

ভোররাতে শহর কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির জেরে ক্ষণিকের স্বস্তি। বৃষ্টির হাত ধরেই খানিকটা নেমেছে তাপমাত্রা। রবিবার সকাল থেকেও আংশিক মেঘলা আকাশ। তবে বেলা বাড়লেই ফের বদল হবে আবহাওয়ায়। অস্বস্তিকর ভ্যাপসা গরম ফের অনুভূত হবে। যদিও সন্ধের দিকে আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

শনিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি নামেনি। তবে পরিস্থিতির বদল হয় সন্ধে নাগাদ। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শনিবার সন্ধেয় বৃষ্টি হয়েছে। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে রবিবার ভোররাতে ঝেঁপে বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ রবিবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হবে। আগামী দিন কয়েক এমনই আবহাওয়া থাকবে গোটা দক্ষিণবঙ্গে। কোনও কোনও জেলায় বৃষ্টির সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া।

তবে কি বৃষ্টির হাত ধরেই এবার অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পাবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা? এখনই তেমন কোনও স্বস্তির পূর্বাভাস দিচ্ছে না হাওয়া অফিস। বরং বৃষ্টি হলেও অস্বস্তি এখনই যাবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে দিনে গরম থাকলেও সন্ধের পর থেকে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির জেরে মিলতে পারে স্বস্তি।

এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। সেই বৃষ্টি জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা-মাঝারি বৃষ্টি চলবে। সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন- Daily Horoscope, 29 May 2022: ছুটির দিনে ভাগ্য ভাল থাকবে কার কার? পড়ুন রাশিফল

ইতিমধ্যেই দেশে ঢুকে পড়েছে বর্ষা। বর্ষার ঢোকার আগেই অবশ্য চলতি মাসে দেশের একাধিক এলাকায় ব্যাপক বৃষ্টি হয়েছে। কেরলের ১০ জেলায় ইতিমধ্যেই রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পাকাপাকিভাবে বর্ষা ঢুকে পড়বে কেরলে। এবছর বর্ষায় দেশজুড়ে ৯৯ শতাংশ বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।

ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম আরব সাগরে পৌঁছে গিয়েছে মৌসুমি বায়ু। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। তারই হাত ধরে আগামী দু-তিন দিনে কেরলে ঢুকে পড়তে পারে পারে বর্ষা।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Relief in the momentary storm rain in the morning how will the weather be today bengal weather update 29 may 2022