হাত খোয়ালেও কেতুগ্রামের রেণু খাতুনের সরকারি চাকরি বহাল তাকবে বুধবারই ঘোষণা করেছিলেন
মুখ্যমন্ত্রী। আর এর ২৪ ঘন্টার মধ্যেই ফের একবার সুসংসবাদ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, এবার কোন পদে সরকারি নিয়োগ পেয়েছেন ওই তরুণী।
এ দিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেছেন , 'কাটোয়ার মেয়েটিকে আমরা কাজে লাগাব। পূর্ব বর্ধমানে নন নার্সিং স্টাফ হিসেবে রেণু খাতুনের চাকরির বন্দোবস্ত করা হয়েছে। তাঁর নার্সিং গ্রেড এ থাকব। কিন্তু ও নার্সিংয়ের কাজ না করে অন্য কোনও কাজ করবেন।'
ইতিমধ্যেই মমতা জানিয়য়েছেন যে, রেণুর কৃত্রিম হাতের ব্যবস্থা সরকারই করবে। এ দিন ফের মুখ্যমন্ত্রীর ঘোষণা, ' ওর হাতের সব চিকিৎসার ব্যবস্থা আমরাই করব।'
আরও পড়ুন- নার্সের কব্জি কেটে দিব্যি ঘুম, বিছানা থেকে তুলে নিয়ে গেল পুলিশ, নাটকীয় গ্রেফতারিতে শোরগোল
পুলিশ হেফাজতে রয়েছে রেণুর স্বামী সরিফুল। গ্রেফতার করা হয় রেণুর শ্বশুর সিরাজ শেখ ও শাশুড়ি মেহেরনিকা বিবিকেও। এছাড়াও আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিন রাজ্যে পালানোর ছক কষলেও মুর্শিদাবাদের ভরতপুর থেকে পুলিশ আশরফ আলি শেখ ও হাবিব শেখ নামে দুই যুবককে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে এক যুবক রেণুর মুখ বালিশ দিয়ে চেপে ধরেছিল। অন্যজন রেণুর হাতে ধারালো অস্ত্রের কোপ মারে। টাকার বিনিময়ে এই দু’জনকে কাজে লাগিয়েছিল রেণুর স্বামী সরিফুল। জেরায় এমনই চাঞ্চল্য তথ্য উঠে এসেছে বলে পুলিশসূত্রে খবর।