পুনর্নির্বাচনেও অশান্তি। সোমবার রাজ্যের ৬৯৬ বুথে পুনর্নির্বাচন। দার্জিলিং, ও কালিম্পং ছাড়া আজ বাকি ১৯ জেলার ৬৯৬ বুথে পুনর্নির্বাচন। সোমবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে পুননির্বাচন। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ।
Advertisment
আজ রাজ্যের ৬৯৬ বুথে পুনর্নির্বাচন। কোচবিহারের ৫৩, আলিপুরদুয়ারের ১, জলপাইগুড়ির ১৪, উত্তর দিনাজপুরের ৪২, দক্ষিণ দিনাজপুরের ১৮, মালদহের ১০৯, মুর্শিদাবাদের ১৭৫, উত্তর ২৪ পরগনার ৪৬, দক্ষিণ ২৪ পরগনার ৩৬, নদিয়ার ৮৯, হুগলির ২৯, হাওডা়র ৮, পূর্ব মেদিনীপুরের ৩১, পশ্চিম মেদিনীপুরের ১০, পুরুলিয়ার ৪, বাঁকুড়ার ৮, পূর্ব বর্ধমানের ৩, পশ্চিম বর্ধমানের ৬, বীরভূমের ১৪ মিলিয়ে মোট ৬৯৬ বুথে পুনর্নির্বাচন।
এর আগে গত শনিবার পঞ্চায়েত নির্বাচনে বেনজির হিংসা দেখেছিল গোটা রাজ্য। ভোটকে কেন্দ্র করে দিকে দিকে ছড়িয়েছিল হিংসা। শুধু ভোটের দিনেই প্রাণ গিয়েছিল ১৪ জনের। এবার পুনর্নির্বাচনের আগেও অশান্তি কোচবিহারে। দিনহাটায় কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি ও গুলি চলে বলে অভিযোগ। আতঙ্কে কেঁদে ফেলেন ওই প্রার্থী। দিনহাটা ১ নং ব্লকের ওই বুথটিতে আজ পুনর্নির্বাচন।