Angira Thakur Jalpaiguri: এ যেন স্বপ্নের উড়ান। দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসে সুযোগ পেলেন জলপাইগুড়ির কন্যা। ছোট থেকেই স্বপ্ন দেশের সশস্ত্র বাহিনীতে কাজ করার। সেই মতো পড়াশোনার পাশাপাশি এনসিসি এবং কলেজে উঠে এনএসএস-এ যোগ দেন জলপাইগুড়ি শহরের আদরপাড়ার বাসিন্দা অঙ্গিরা ঠাকুর। কলেজে এনএসএস থেকে যে এভাবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সামনে প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কুচকাওয়াজ করার সুযোগ আসবে ভাবেননি এই ১৯ বছর বয়সি তরুণী। জেলার মেয়ে এমন সুযোগ পাওয়ায় খুশির পরিবেশ জলপাইগুড়ি জুড়ে।
জলপাইগুড়ি প্রসন্ন দেব মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী অঙ্গিরা ঠাকুর। কলেজের মধ্যে এনএসএস প্যারেডে প্রথম হয়ে জেলা এবং পরে রাজ্য স্তরে সুযোগ পান। রাজ্যের অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে ভুবনেশ্বরে আন্তঃদেশীয় প্যারেডে সকলের নজর কাড়েন। সেখানেই তিনি জানতে পারেন ২০২৪ সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এনএসএসের হয়ে প্রতিনিধিত্ব করার কথা। অঙ্গিরা জানান, 'দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেশের প্রধান ব্যক্তিদের সামনে প্যারেড করার সুযোগ পাওয়া আমার পরম সৌভাগ্য।' বাবা- মায়ের পাশাপাশি অঙ্গিরাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিবেশীরাও।
১৯৬৯ সালে ছাত্র যুবদের ব্যক্তিত্ব ও চরিত্র বিকাশের প্রাথমিক উদ্দেশ্য নিয়ে ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) চালু করা হয়েছিল। 'সেবার মাধ্যমে শিক্ষা' এনএসএসের উদ্দেশ্য। এই ন্যাশনাল সার্ভিস স্কিম হল ভারতের কেন্দ্রীয় সরকারের পাবলিক সার্ভিস সেক্টর দ্বারা পরিচালিক একটি প্রোগ্রাম। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এই প্রকল্পটি পরিচালনা করে। এই প্রোগ্রাম থেকেই রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্যারেড করার সুযোগ পেয়েছেন অঙ্গিরা। শুধু অঙ্গিরাই নয়, পশ্চিমবঙ্গ থেকে মোট ৮ জনকে বাছাই করা হয়েছে দিল্লির কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেবার জন্য।