Advertisment

যাদবপুরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ গবেষকের বিরুদ্ধে

দর্শন বিভাগের এক গবেষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করলেন ওই বিভাগেরই স্নাতকোত্তরের এক ছাত্রী। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
jadavpur university

যাদবপুর বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের যৌন হেনস্থার অভিযোগ উঠল। এবার দর্শন বিভাগের এক গবেষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করলেন ওই বিভাগেরই স্নাতকোত্তরের এক ছাত্রী। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, অভিযুক্ত গবেষকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার শ্লীলতাহানি এবং যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল।

Advertisment

ওই ছাত্রী জানান, পুষ্পেন্দুবিকাশ সাহু নামে ওই গবেষকের কাছে তিনি প্রাইভেট টিউশন নিতেন। গত রবিবার পুষ্পেন্দুর বাড়িতে পড়তে গেলে অভিযুক্ত তাঁকে যৌন প্রস্তাব দেন। তিনি রাজি না হওয়ায় তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়। এরপর তিনি কোনওরকমে পালিয়ে আসতে সক্ষম হন। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এবং যাদবপুর থানায় অভিযোগ করেছেন। এফআইআর-এর ভিত্তিতে পুলিশ পুষ্পেন্দুর যাদবপুরের ফ্ল্যাট থেকে তাঁকে আটক করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও পৃথকভাবে তদন্ত শুরু করেছেন। যাদবপুরের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিযুক্তের ছাত্রত্ব বাতিল করা হতে পারে।" বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে উপাচার্য এবং রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দিয়েছে যাদবপুরের আর্টস ফ্যাকাল্টির ছাত্র সংসদ (আফসু)। আফসু-র অভিযোগ, পুষ্পেন্দুর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও কার্যকরী ব্যবস্থা নেন নি।

যাদবপুর সূত্রের খবর, এই ঘটনার আগে পুষ্পেন্দুর বিরুদ্ধে অন্তত ১০টি অভিযোগ উঠেছে। বাংলা বিভাগের স্নাতকোত্তরের এক ছাত্রী বলেন, "আমার সঙ্গে পুষ্পেন্দু ক্যাম্পাসের ভিতরেই আপত্তিকর আচরণ করেছিল। আইসিসি-র কাছে অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু কোনও ফল হয়নি।" তুলনামূলক সাহিত্যের এক ছাত্রীর কথায়, "ও যে সিরিয়াল মলেস্টার তা ক্যাম্পাসে সকলেই জানেন। তারপরও ও অবাধে ঘুরে বেড়ায়, হস্টেলে রাত কাটায়। আশা করি, প্রশাসন এবার উপযুক্ত ব্যবস্থা নেবে।"

Jadavpur University
Advertisment