Advertisment

গরু চুরির অভিযোগ ঘিরে রণক্ষেত্র ধানতলা, কিশোরের মৃত্যু, পুলিশের গাড়ি ভাঙচুর

গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা নদিয়ার ধানতলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc leader arrest with arms from murshidabad domkol

প্রতীকী ছবি।

গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা নদিয়ার ধানতলায়। গরু চুরিতে অভিযুক্তদের মারধরের খবর পেয়ে গ্রামে যায় পুলিশ। পুলিশ গেলে উত্তেজনা আরও বেড়ে যায়। তুমুল বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীদের একাংশ। পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ চলে স্থানীয়দের একাংশের। এরই মধ্যে আহত এক কিশোরের মৃত্যু হয়। পুলিশের একাধিক গাড়ি ভাঙচুরের অভিযোগ।

Advertisment

জোর চর্চায় নদিয়ার ধানতলা। গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযুক্তদের বেধড়ক মারধর শুরু করে গ্রামবাসীদের একাংশ। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। এরপরেই পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে দেখা যায় কয়েকজনকে। মুহূর্তে সেই তর্কাতর্কি রূপ নেয় খণ্ডযুদ্ধের। গ্রামবাসীদের একাংশ পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ।

আরও পড়ুন- পয়লা জুন থেকে মেট্রোর স্মার্ট কার্ডে বড় বদল, জানুন খুঁটিনাটি

পুলিশের ২টি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এমনকী গ্রামবাসীদের ছোড়া ইট-পাটকেলের ঘায়ে বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের পাল্টা অভিযোগ, গন্ডগোলের মধ্যে পুলিশ ঢুকে পড়ে। পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুন- তৃণমূলে বায়রন! কোন পথে বাম-কংগ্রেস জোটের ভবিষ্যৎ?

আহতদের মধ্যে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। আহত কয়েকজন রানাঘাট হাসপাতাল ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। গোটা এলাকায় এখনও তুমুল উত্তেজনাকর পরিস্থিতি থাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Nadia West Bengal Clash Dhantala
Advertisment