Advertisment

শিংয়ে তুলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীকে আছড়ে মারল ষাঁড়, তারপর?

প্রশানের বিরুদ্ধে অভিযোগের তির কাটোয়াবাসীর।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
Retired government employee killed by bull in Katwa Burdwan , কাটোয়ায় ষাঁড়ের গুঁতোয় নিহত এর সরকারি অবসরপ্রাপ্ত কর্মী

কাটোয়া শহরজুড়ে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে ষাঁড়।

পেনশন তুলতে ব্যাঙ্কের পথে হেঁটেচলা অবসরপ্রাপ্ত এক সরকারী কর্মচারীকে গুঁতিয়ে মারলো ষাঁড়। মৃতর নাম বদরে আলম চৌধুরী (৭২)। শুক্রবার দুপুরের এমনই ঘটনা ঘিরে শনিবারও ব্যাপক ক্ষোভ বিক্ষোভ জারি রয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনবাজার এলাকায়। কাটোয়া শহরে ষাঁড়ের উপদ্রব কমাতে না পারা ও ষাঁড়ের গুঁতোয় এক পথচারীর মৃত্যর ঘটনায় প্রশাসনকেই কঠগড়ায় তুলছেন স্থানীয়রা।

Advertisment

কাটোয়া স্টেশন বাজার এলাকা এখন কার্যত যেন গরু, ষাঁড়েদের দখলে চলে গিয়েছে। অভিযোগ কাটোয়াবাসীর। ওইসব ষাঁড়গুলি ইতিমধ্যেই প্রায় ২০-২২ জন পথচারীকে গুঁতিয়ে জখম করেছে। স্টেশনবাজার এলাকা দিয়ে যাতায়াত করা মানুষজন গরু ও ষাঁড়ের ভয়ে তটস্থ হয়ে থাকেন। বিষয়টি নিয়ে প্রশাসনকে বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শুক্রবার তারই মাশুল দিতে হল এক পথচারীকে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে ,বদরে আলম চৌধুরী কাটোয়ার হাউসিং কমপ্লেক্সে থাকেন। তিনি রাজ্য বিদ্যুৎ দফতরের কর্মী ছিলেন। বেশ কয়েক বছর হল তিনি অবসর গ্রহন করেছেন। পেনশন তুলতে শুক্রবার তিনি ব্যাঙ্কে যাচ্ছিলেন। পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী,বদরে আলম শুক্রবার দুপুরে ব্যাংকের পথে হেঁটে যাবার সময় আচমকা তাঁর পেটে গুঁতিয়ে দেয় হিষ্টপুষ্ট একটি ষাঁড়। শুধু গুঁতো মারাই নয় , শিংয়ে তুলে ষাঁড়টি বদরে আলমে মাটিতে আছড়ে ফেলে। তাতে জখম হয়ে পথে পড়ে ছটফট করতে থাকেন ওই বৃদ্ধ। ঘটনাস্থলে থাকা মানুষজন তাঁকে উদ্ধার করে কাটোয়া মহাকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থা সংকটজনক থাকায় চিকিৎসক তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। ওই দিনই সন্ধ্যা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার জন্য বদরে আলমকে গাড়িতে তোলার সময়েই তাঁর মৃত্যু হয়।

East Burdwan burdwan
Advertisment