State Bank Of India: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন অর্থবর্ষ শুরু হয়ে গিয়েছে। গত ১ এপ্রিল থেকেই SBI-এর একাধিক কার্ডে চার্জ বদলে গিয়েছে। আগের চেয়ে এখন আরও বেশি টাকা গুণতে হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একাধিক কার্ডের ব্যবহারে। ১ এপ্রিল, ২০২৪ থেকেই SBI কার্ড গ্রাহকদের এযেন বিরাট ধাক্কা লেগেছে। ডেবিট কার্ডের বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জের পুনর্বিবেচনা করেই নয়া এই মাশুল কার্যকর করা হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কটির ওয়েবসাইটে জানানো হয়েছে।
SBI-এর কোন কার্ডে কত টাকা চার্জ বাড়ছে?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, ১ এপ্রিল, ২০২৪ থেকে SBI Classic/Silver/Global/Contactless Debit Cards ব্যবহারের ক্ষেত্রে এখন গ্রাহকদের ২০০ টাকা ও GST দিতে হচ্ছে। একইভাবে Yuva/Gold/Combo Debit Card/MY Card(Image Card) ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের ২৫০ টাকা ও GST দিতে হচ্ছে। Platinum Debit Card ব্যবহারের ক্ষেত্রে ৩২৫ টাকা ও GST দিতে হচ্ছে। এছাড়াও SBI Pride/Premium Business Debit Card ব্যবহারের ক্ষেত্রে ৪২৫ টাকা ও GST দিতে হচ্ছে।
আরও পড়ুন- Biryani: মাত্র ৩০ টাকায় বিকোচ্ছে মনমাতানো বিরিয়ানি! হাঁড়ি বসালেই নিমেষে উধাও, কোথায়?
আরও পড়ুন- Kolkata Metro Rail: পান-গুটখার পিকে ঢাকছে স্টেশন, হুঁশ ফেরাতে দুরন্ত অনুরোধ কলকাতা মেট্রোর!
এছাড়াও SBI Debit Card ইসুয়েন্স চার্জ Gold Debit Card-এর ক্ষেত্রে ১০০ টাকা প্লাস GST দিতে হচ্ছে। Platinum Debit Card-এর ক্ষেত্রে ৩০০ টাকা প্লাস GST দিতে হচ্ছে। একইসঙ্গে SBI Credit Card-এর ক্ষেত্রে কিছু বিশেষ কার্ডহোল্ডাররা রেট মেকিংয়ে রিওয়ার্ড পয়েন্টের সুবিধা পেতেন। নতুন অর্থবর্ষের শুরু থেকে সেই সুবিধাও আর নেই।
আরও পড়ুন- Rekha Patra: একরোখা রেখাই BJP-র বাজি! আটপৌরে বধূর রাতারাতি সন্দেশখালির ‘অগ্নিকন্যা’ হয়ে ওঠার গল্প চর্চাবহুল!