Advertisment

SBI New Charges: SBI-এর কার্ড ব্যবহার করেন? চার্জ বেড়ে কোথায় পৌঁছেছে 'হুঁশ' আছে?

SBI Card New Charges: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI-এর বিভিন্ন কার্ডের ব্যবহারের ক্ষেত্রে খরচ এবার খরচের বহর বেশ খানিকটা বেড়ে গিয়েছে। নতুন অর্থবর্ষ ২০২৪-২৫-এর শুরু থেকেই এই পদক্ষেপ করেছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কটি। তবে আগেভাগে এই খরচ বৃদ্ধির কথা ব্যাঙ্কটি নিজেদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছিল। কোন কার্ড ব্যবহারের ক্ষেত্রে এবার কত বেশি টাকা গুণতে হচ্ছে, এসব নিয়েই রইল এই বিশেষ প্রতিবেদন।

author-image
IE Bangla Web Desk
New Update
revision in annual maintainance charges to sbi debit cards

SBI New Charges: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন কার্ডের ব্যবহারের ক্ষেত্রে খরচ বেড়ে গিয়েছে।

State Bank Of India: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন অর্থবর্ষ শুরু হয়ে গিয়েছে। গত ১ এপ্রিল থেকেই SBI-এর একাধিক কার্ডে চার্জ বদলে গিয়েছে। আগের চেয়ে এখন আরও বেশি টাকা গুণতে হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একাধিক কার্ডের ব্যবহারে। ১ এপ্রিল, ২০২৪ থেকেই SBI কার্ড গ্রাহকদের এযেন বিরাট ধাক্কা লেগেছে। ডেবিট কার্ডের বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জের পুনর্বিবেচনা করেই নয়া এই মাশুল কার্যকর করা হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কটির ওয়েবসাইটে জানানো হয়েছে।

Advertisment

SBI-এর কোন কার্ডে কত টাকা চার্জ বাড়ছে?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, ১ এপ্রিল, ২০২৪ থেকে SBI Classic/Silver/Global/Contactless Debit Cards ব্যবহারের ক্ষেত্রে এখন গ্রাহকদের ২০০ টাকা ও GST দিতে হচ্ছে। একইভাবে Yuva/Gold/Combo Debit Card/MY Card(Image Card) ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের ২৫০ টাকা ও GST দিতে হচ্ছে। Platinum Debit Card ব্যবহারের ক্ষেত্রে ৩২৫ টাকা ও GST দিতে হচ্ছে। এছাড়াও SBI Pride/Premium Business Debit Card ব্যবহারের ক্ষেত্রে ৪২৫ টাকা ও GST দিতে হচ্ছে।

আরও পড়ুন- Biryani: মাত্র ৩০ টাকায় বিকোচ্ছে মনমাতানো বিরিয়ানি! হাঁড়ি বসালেই নিমেষে উধাও, কোথায়?

আরও পড়ুন- Kolkata Metro Rail: পান-গুটখার পিকে ঢাকছে স্টেশন, হুঁশ ফেরাতে দুরন্ত অনুরোধ কলকাতা মেট্রোর!

এছাড়াও SBI Debit Card ইসুয়েন্স চার্জ Gold Debit Card-এর ক্ষেত্রে ১০০ টাকা প্লাস GST দিতে হচ্ছে। Platinum Debit Card-এর ক্ষেত্রে ৩০০ টাকা প্লাস GST দিতে হচ্ছে। একইসঙ্গে SBI Credit Card-এর ক্ষেত্রে কিছু বিশেষ কার্ডহোল্ডাররা রেট মেকিংয়ে রিওয়ার্ড পয়েন্টের সুবিধা পেতেন। নতুন অর্থবর্ষের শুরু থেকে সেই সুবিধাও আর নেই।

আরও পড়ুন- Rekha Patra: একরোখা রেখাই BJP-র বাজি! আটপৌরে বধূর রাতারাতি সন্দেশখালির ‘অগ্নিকন্যা’ হয়ে ওঠার গল্প চর্চাবহুল!

sbi state bank of india Debit Card
Advertisment