Advertisment

RG Kar Case: 'মেয়েদের ছোট করা হচ্ছে, এই বিল সমর্থন নয়', মহিলাদের নাইট ডিউটি প্রসঙ্গে মমতার মন্তব্যে রুষ্ট নির্যাতিতার মা-বাবা

RG Kar Case: মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে ধর্ষণ-বিরোধী অপরাজিতা নারী ও শিশু বিল পেশ করে রাজ্য সরকার। সেই বিলের বিরুদ্ধে মুখ খুলেছেন নির্যাতিতার মা ও বাবা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mass Protest Rally, RG Kar Case

নির্যাতিতার বিচারের দাবিতে শহরের রাজপথে মিছিল নাগরিক সমাজের। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

RG Kar Case: আরজি কর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে রাতের শহরে কর্তব্যরত মহিলাদের জন্য বিশেষ প্রকল্প 'রাত্রি সাথী' এনেছে রাজ্য সরকার। কিন্তু সেই প্রকল্পে মহিলাদের নাইট ডিউটি করা নিয়ে রাজ্যের কিছু সিদ্ধান্তে প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। মঙ্গলবার ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল বিধানসভায় পেশ করার সময়ে মহিলাদের নাইট ডিউটি প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যেখানে সম্ভব যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করার চেষ্টা করে হবে। জোড়ায় জোড়া কাজ করার উপর গুরুত্ব দেওয়া হবে। মঙ্গলবার অপরাজিতা বিল পেশ করার সময়ে মুখ্যমন্ত্রী বলেন, 'মহিলারা যত কম সম্ভব ১২ ঘণ্টা ডিউটি করবে। যদি এমার্জেন্সি থাকে তাঁর ডিউটি ডাক্তার বাড়াবে। আমরা এই কারণে করেছি, মেয়েদের সুরক্ষার জন্য। যাঁরা রাতে কাজ করতে চান তাঁরা অ্য়ালাউড। রাতে যাঁরা কাজ করবে তাঁদের ফুল প্রোটেকশনের জন্য। রাতে যদি কেউ কাজ করেন, তাঁদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রিসাথী করা হয়েছে।'

কী বলেছে নির্যাতিতার পরিবার?

কিন্তু মহিলাদের নাইট ডিউটি নিয়ে রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার বাবা। তিনি বলেছেন, 'আজ এই যে মেয়েরা আছে, তাঁদের হয়তো রাত ১০-১১টার সময় ইন্টারভিউর প্রয়োজন পড়তে পারে। যাবে না সেখানে? তাহলে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকতে হবে। ছেলে-মেয়ের বৈষম্য উনি দেখিয়ে দিচ্ছেন। এটা সরকারের অক্ষমতা। কেন মেয়েদের সুরক্ষা দিতে পারছেন না? দুর্নীতিগুলো সামনে আনার চেষ্টা করুন।'

আরও পড়ুন আরজি করে CISF-কে সাহায্য করছে না রাজ্য, সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র

পাশাপাশি নির্যাতিতার মা বলেছেন, 'আজ ডাক্তারি যাঁরা পড়ছেন, তাঁরা কী ছেলে, না কী মেয়ে বিচার করা উচিত না। মেয়েরা ১২ ঘণ্টা ডিউটি করবে। ছেলেরা ২৪ ঘণ্টা ডিউটি করবে। এটা তো মেয়েদের আরও ছোট করা হচ্ছে। এটা বৈষম্য। মেয়েদের আরও হেনস্থা করা হচ্ছে। এটা কেন হবে, এই বিল সমর্থন করব না।'

RG Kar Medical College Aparajita Woman and Child Bill 2024 RG Kar Case Kolkata Doctor Rape-Murder Case
Advertisment