/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Sandip-Ghosh-1.jpg)
Sandip Ghosh at CBI Office: ফের সিবিআই দফতরে সন্দীপ ঘোষ।
Sandip Ghosh at CBI Office: শুক্রবারের টানা কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে ফের CBI-এর সিজিও কমপ্লেক্সের দফতরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। "দয়া করে বলবেন না, যে আমাকে গ্রেফতার করা হয়েছে।" এদিন সকালে সিজিও কমপ্লেক্সের পিছনের গেট দিয়ে ঢোকার সময় সাংবাদিকদের দেখে মন্তব্য সন্দীপ ঘোষের।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংস খুনের পর এক সপ্তাহ কেটে গিয়েছে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার CBI স্ক্যানারে। গত বৃহস্পতিবারই তাঁকে তলব করেছিল CBI। যদিও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ওই দিন CBI দফতরে হাজিরা দিতে পারেননি সন্দীপ ঘোষ।
এরপর গতকাল বিকেলের দিকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার কার্যালয়ে আসেন সন্দীপ ঘোষ। বাইপাসের কোনও একটি জায়গা থেকে CBI অফিসাররা গিয়ে গাড়িতে তুলে নিয়ে আসেন সন্দীপ ঘোষকে। সেই থেকে একটানা জিজ্ঞাসাবাদ চলে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। তরুণী চিকিৎসকের মৃত্যুর পর ঠিক তাঁর কী ভূমিকা ছিল? তরুণীর পরিবারের সঙ্গে তিনি কাকে কথা বলতে বলেছিলেন? এমনই বেশ কিছু প্রশ্নবাণের মুখোমুখি হন সন্দীপ ঘোষ, এমনই খবর সূত্রের।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Sandip-Ghosh-2.jpg)
আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীরা এই খবর আগে পড়ুন! বাম্পার বন্দোবস্তে পাতালপথের যাত্রা এবার জমে ক্ষীর
সূত্র মারফত জানা গিয়েছে, গতকাল গভীর রাতে সন্দীপ ঘোষকে CBI দফতর থেকে ছাড়া হয়। আজ ফের তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সেই তলবে আজ ফের সিজিও-তে সন্দীপ ঘোষ। পিছনের গেট দিয়ে সিজিও-তে ঢোকেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় তিনি আজ সাংবাদিকদের বলেন, "গতকাল তদন্তকারীরা সহযোগিতা করেছেন। বিষয়টি বিচারাধীন। তাই বেশি কিছু বলব না। দয়া করে বলবেন না যে আমাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের জন্য আমাকে ডাকা হচ্ছে। তদন্তে আমি সব ধরনের সহযোগিতা করব।"
আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ CBI দফতরে, কঠিন প্রশ্নবাণের মুখে প্রাক্তন অধ্যক্ষ