Advertisment

RG Kar Case: দিল্লি থেকে দুঁদে অফিসাররা কলকাতায়, আরজি কর কাণ্ডের তদন্ত কোন পথে?

RG Kar Case-CBI: আরজিকর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পুলিশ এবং হাসপাতালের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে আদালত। আরজি কর সংক্রান্ত মামলার শুনানির প্রথম দিনেই চূড়ান্ত বিস্ময় প্রকাশ করতে দেখা গিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে।

IE Bangla Web Desk এবং Joyprakash Das
New Update
All hospitals called for outdoor shutdown on Wednesday to protest the RG Kar Doctor's Death, আরজি কর, সিবিআই

RG Kar Case: আরজি কর কাণ্ডের তদন্তে আসছেন সিবিআইয়ের দুঁদে অফিসাররা।

RG Kar Case-CBI: আরজি কর কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই কলকাতার CBI দফতরে দিল্লি থেকে সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট আরজি করের তরুণী চিকিৎসক হত্যার তদন্ত CBI-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। দিল্লি থেকে কলকাতায় CBI-এর আরও এক অফিসার। এল ফরেনসিক দল। আদালতের পর্যবেক্ষণে আরজি কর কাণ্ডে আরজি কর কাণ্ডের CBI তদন্ত চলছে। হাইকোর্টের নির্দেশে গতকাল বিকেলেই টালা থানায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার দল যায়। CBI-কে কেস ডায়েরি হস্তান্তর কলকাতা পুলিশের। হাইকোর্টকে তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে হবে CBI-কে।

Advertisment

সল্টলেকে সিজিও কমপ্লেক্সে CBI দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক। কলকাতায় আসার কথা কেন্দ্রীয় তদন্ত সংস্থার আঞ্চলিক অধিকর্তার। সেখানে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন আঞ্চলিক অধিকর্তা। সূত্রের খবর, কীভাবে আরজি কর হাসপাতালের তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে তা নিয়ে তদন্তের কৌশল নির্ধারণ হবে গুরুত্বপূর্ণ সেই বৈঠকে।

উল্লেখ্য, আরজিকর কাণ্ডে শেষমেশ আজই CBI তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পুলিশ এবং হাসপাতালের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে আদালত। আরজি কর সংক্রান্ত মামলার শুনানির প্রথম দিনেই চূড়ান্ত বিস্ময় প্রকাশ করতে দেখা গিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে। তিন সপ্তাহ পর রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন- আরজি কর কাণ্ডের প্রতিবাদ, 'মেয়েরা রাতের দখল নাও' ক্যাম্পেন, CPM-কে তুলোধনা কুণালের

মামলার শুনানিতে এদিন প্রধান বিচারপতি বলেন, “সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ব্যতিক্রমী ক্ষেত্রে CBI নির্দেশ দেওয়া যায়। যে ঘটনায় রাজ্যের ব্যর্থতা রয়েছে বলে মনে হচ্ছে সেক্ষেত্রে সিবিআই নির্দেশ দেওয়া যায়। হাসপাতালের সুপার কিংবা কেউ FIR দায়ের করলেন না, এটা তো বিস্ময়ের। অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইস্তফার পরেও কেন সমান গুরুত্বপূর্ণ পদে বহাল? পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্দীপ ঘোষকে কাজে বহাল নয়। ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিতে পারবেন না সন্দীপ ঘোষ।”

আরও পড়ুন- আরজি কর কাণ্ডের প্রতিবাদ, বুধবার রাজ্যের সব হাসপাতালে আউটডোর বন্ধের ডাক

RG Kar Medical College highcourt cbi Doctors Death
Advertisment