Kolkata Doctor Rape-Murder Case: আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদহ আদালতের দ্বারস্থ সিবিআই। বৃহস্পতিবার তাঁকে শিয়ালদল কোর্টে নিয়ে যান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। কী কারণে তা এখনও স্পষ্ট নয়, তবে অনুমান পলিগ্রাফ টেস্ট করানো হতে পারে তাঁর। সেটার অনুমতি নিতেই কোর্টে যেতে পারে কেন্দ্রীয় এজেন্সি।
Advertisment
শুধু সন্দীপই নয়, আরজি কর মেডিক্যাল কলেজের ৪ জন চিকিৎসক পড়ুয়াকেও আদালতে নিয়ে গিয়েছে সিবিআই। তাঁদেরও পলিগ্রাফ টেস্ট করানোর আবেদন করা হতে পারে। প্রসঙ্গত, পলিগ্রাফ টেস্ট যাঁর করানো হবে তাঁর সম্মতি ছাড়া এই পরীক্ষা করা যায় নি। পলিগ্রাফ টেস্ট থেকে প্রাপ্ত তথ্য আদালতেও প্রমাণ হিসাবে গ্রাহ্য করা হয় না।
আবার আরেকটি সূত্রের খবর, বিচারকের ঘরে সন্দীপের গোপন জবানবন্দি নিতে চায় কেন্দ্রীয় সংস্থা। সেই কারণে আদালতে নিয়ে যাওয়া হতে পারে তাঁদের।
পর পর ৭দিন সন্দীপ ঘোষকে জেরা
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে ঢুকতে দেখা যায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এর আগে পরপর ৬ দিন তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার গোয়েন্দারা। এদিন ছিল সপ্তম দিন। এদিন গাড়ি থেকে নামতেই হন্তদন্ত হয়ে সিজিও কমপ্লেক্সে ঢুকে যান তিনি। সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তর তিনি দেননি। তাঁর হাতে একটি হলুদ রঙের ফাইল দেখা গিয়েছে এদিন। কী রয়েছে সেই ফাইলে? তা নিয়ে ওঠে প্রশ্ন।
এর আগে গত ৬ দিনে রোজ ১০-১২ ঘন্টা করে সিবিআই দফতরে ছিলেন সন্দীপ ঘোষ। আরজি কর কাণ্ড নিয়ে নানা ধরনের প্রশ্ন করা হয়েছে তাঁকে। সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। আজ ফের একবার তাঁকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। সেই মতো সকাল সকাল সিজিও কমপ্লেক্সে হাজির সন্দীপ ঘোষ।