RG Kar Incident: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ-খুনে উত্তাল পরিস্থিতি গোটা রাজ্যে। এবার আরজি করের এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রচনার সেই বক্তব্যের রিলস নিজের প্রোফাইলে পোস্ট করেছেন বিজেপিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।
RG Kar Incident: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ-খুনে উত্তাল পরিস্থিতি গোটা রাজ্যে। এবার আরজি করের এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রচনার সেই বক্তব্যের রিলস নিজের প্রোফাইলে পোস্ট করেছেন বিজেপিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।
Locket Chatterjee-Rachana Banerjee: রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়।
RG Kar Case: অবশেষে আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন নিয়ে মুখ খোলায় একদা সতীর্থ রচনা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের। রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের একটি রিলস লকেট নিজের প্রোফাইলে পোস্ট করেছেন। সেই রিলসে আরজি করের ঘটনা বলতে গিয়ে কাঁদতে দেখা গিয়েছে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee)।
Advertisment
রচনার এমন রিলস (Reels) ভাইরাল হতেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। রচনা উদ্দেশ্যে তিনি লিখেছেন, "রচনা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত এগিয়ে এলেন এবং সোশ্যাল মিডিয়া সব প্রকাশ করলেন। ঘটনার সাত দিন পর মুখ খোলার সাহস পেলেন? এতদিন কাকে ভয় পাচ্ছিলেন? মুখ্যমন্ত্রী দল থেকে তাড়িয়ে দেওয়া হুঁশিয়ারি দিয়েছিলেন? তৃণমূলের নেতারা এখন নিজেদের প্রাসাদে নিরাপদে বসে আছেন। দলের নেতাদের কাছ থেকে নির্দেশের অপেক্ষায় রয়েছেন তাঁরা। মহিলা হিসেবে আমি লজ্জিত।"
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংস খুনে উত্তাল রাজ্য। মামলার তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে গিয়েছে CBI-এর হাতে। আরজি করে তরুণী খুন নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের রিলস ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। লকেট চট্টোপাধ্যায় নিজের প্রোফাইলে রচনার সেই রিলসটি পোস্ট করেছেন। রচনাকে ওই রিলসে বলতে শোনা যাচ্ছে, "দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন? সত্যিই কি আমরা স্বাধীন হয়েছি? সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছে?"
The nation celebrates our 78th Indepence Day today amid much fanfare, with tributes pouring in for our slain freedom fighters and martyrs who gave their life, blood and sacrificed their entire being to give us this day. But, are we really free from the tyranny? I ask you, are the… pic.twitter.com/hXBEFb0umA
তিনি আরও বলেন, "দিল্লি, উত্তর প্রদেশ, মণিপুর একটার পর একটা ঘটনা। আমরা মেয়েরা কবে স্বাধীন হয়ে ঘুরতে পারব এটা সবার আগে প্রশ্ন। আরজি করের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যেটা ভাষায় প্রকাশ করা যায় না। প্রতিবাদের সুর তুলেছি আমরা। আমরা রাস্তায় হাঁটছি। মহিলাদের এমন আওয়াজ এর আগে ভারতবর্ষে উঠেছে কিনা আমার মনে হয় না। সব মহিলাদের স্যালুট জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি।"