Advertisment

RG Kar Case: এই নিয়ে চতুর্থবার, আরজি কর কাণ্ডে ফের CBI দফতরে সন্দীপ ঘোষ

RG Kar Medical Student Death: সোমবার সকালে CBI দফতরে গিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। জুনিয়র চিকিৎসকরা তাঁকে বেশ কিছু তথ্য দিয়েছেন বলে তাঁর দাবি। সেই তথ্য তদন্তকারীদের দিতেই তিনি গিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কুণাল।

author-image
IE Bangla Web Desk
New Update
rg kar case sandip ghosh appear cbi office in fourth time update, আরজি কর, সন্দীপ ঘোষ, সিবিআই

RG Kar Case: ফের CBI দফতরে সন্দীপ ঘোষ।

RG Kar Case-Sandip Ghosh: আবারও CBI-এর সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সোমবার সকালে বেশ কিছু নথিপত্র নিয়ে CBI দফতরে ঢুকতে দেখা গিয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এদিন CBI দফতরে গিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। জুনিয়র চিকিৎসকরা তাঁকে বেশ কিছু তথ্য দিয়েছেন বলে তাঁর দাবি। সেই তথ্য তদন্তকারীদের দিতেই তিনি গিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কুণাল।

Advertisment

এই নিয়ে পরপর চার দিন। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ফের হাজিরা CBI দফতরে। সোমবার সকালে তাঁকে বেশ কিছু নথিপত্র সঙ্গে নিয়ে CBI দফতরে ঢুকতে দেখা গিয়েছে। সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেছিলেন। তবে সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তর দেননি সন্দীপ। বারবার তাঁকে কেন ডাকা হচ্ছে? তবে কি সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিচ্ছেন না তিনি? তা এখনও স্পষ্ট নয়।

সূত্রের খবর, রবিবার তাঁকে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রাক্তন অধ্যক্ষকে। গতকাল গভীর রাতে তিনি বাড়ি ফেরেন। ফের সকালে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা।

আরও পড়ুন- RG Kar Case: হঠাৎ কোন তথ্য CBI-কে দিতে ছুটে গেলেন কুণাল ঘোষ?

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডের অভিনব প্রতিবাদ, নজিরবিহীন সিদ্ধান্ত চিকিৎসকদের

সোমবার সকালে সল্টলেকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার দফতরে সন্দীপ ঘোষ। আরজি করের চিকিৎসক ধর্ষণ-খুনে সন্দীপ ঘোষের ভূমিকাও CBI-এর আতসকাচের তলায়। নির্যাতিতার পরিবারেরও একগুচ্ছ অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই কারণেই বারবার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে। সূত্রের খবর, সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা হচ্ছে।

আরও পড়ুন- Sukhendu Sekhar Roy: দমবার পাত্র নন সুখেন্দুশেখর! ফুটবল সমর্থকদের উপর পুলিশি সক্রিয়তায় তেড়েফুঁড়ে সোচ্চার সাংসদ

RG Kar Medical College sandip ghosh cbi Doctors Death
Advertisment