RG Kar Medical College Incident: এই নিয়ে পরপর সাত দিন। সন্দীপ ঘোষকে ফের জিজ্ঞাসাবাদ CBI-এর। বৃহস্পতিবার সকালে CBI দফতরে ঢুকতে দেখা যায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এর আগে পরপর ৬ দিন তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার গোয়েন্দারা। এদিন গাড়ি থেকে নামতেই হন্তদন্ত হয়ে সিজিও কমপ্লেক্সে ঢুকে যান তিনি। সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তর তিনি দেননি। তাঁর হাতে একটি হলুদ রঙের ফাইল দেখা গিয়েছে এদিন। কী রয়েছে সেই ফাইলে? জানা গেল কিছু?
প্রথম কয়েকদিন সাংবাদিকদের দেখে মুখ খুললেও গত কয়েকদিন ধরেই মুখে কুলুপ সন্দীপ ঘোষের। আজও একেবারেই কিচু বললেন না তিনি। ফের আজ তাঁকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। সিজিও কমপ্লেক্সের সামনে গাড়ি থেকে নামতেই সাংবাদিকরা বারবার প্রশ্ন ছুঁড়লেও কোন কথারই কোনও উত্তর দেননি সন্দীপ ঘোষ। গাড়ি থেকে নামতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে সিজিও কমপ্লেক্সের ভেতরে নিয়ে যান।
আজ সন্দীপ ঘোষের হাতে ছিল একটি হলুদ রঙের ফাইল। ফাইলে কী ছিল তা অবশ্য জানা যায়নি। এর আগে গত ৬ দিনে রোজ ১০-১২ ঘন্টা করে সিবিআই দফতরে ছিলেন সন্দীপ ঘোষ। আরজি কর কাণ্ড নিয়ে নানা ধরনের প্রশ্ন করা হয়েছে তাঁকে। সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। আজ ফের একবার তাঁকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। সেই মতো সকাল সকাল সিজিও কমপ্লেক্সে হাজির সন্দীপ ঘোষ।
আরও পড়ুন- RG Kar Medical College & Hospital: সুপ্রিম নির্দেশ! আজ থেকেই আরজি করের ভার আধাসেনার
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে আজ থেকেই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে শীর্ষ আদালতের নির্দেশে মোতায়েন CISF। হাসপাতালের বিভিন্ন গেটে সুরক্ষায়র দায়িত্বে আধাসেনা। তবে হাসপাতালের বাইরের চত্বরে আইনশৃঙ্খলার পরিস্থিতির দেখভালে রয়েছেন কলকাতা পুলিশের কর্মীরা।