RG Kar case trial: প্রায় ২ মাস পর শেষ হল আরজি কর কাণ্ডে ট্রায়াল, কবে সাজা ঘোষণা করবে আদালত?
RG Kar case trial update: গত ১১ নভেম্বর থেকে চলছিল আরজি কর কাণ্ডে ট্রায়াল প্রক্রিয়া। প্রায় ২ মাস সময় ধরে চলেছে এই বিচারপ্রক্রিয়া। এই মামলায় আগেই চার্জশিট দিয়েছিল তদন্তকারী সংস্থা সিবিআই।
RG Kar case trial: প্রায় ২ মাস ধরে চলা সওয়াল-জবাবের পালা শেষ। বৃহস্পতিবার আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় বিচারপ্রক্রিয়া বা ট্রায়াল শেষ হল শিয়ালদহ আদালতে। আগামী ১৮ জানুয়ারি দুপুরে সাজা ঘোষণা হবে। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ই একমাত্র যাঁর বিচারপ্রক্রিয়া চলছিল এতদিন।
Advertisment
গত ১১ নভেম্বর থেকে চলছিল আরজি কর কাণ্ডে ট্রায়াল প্রক্রিয়া। প্রায় ২ মাস সময় ধরে চলেছে এই বিচারপ্রক্রিয়া। এই মামলায় আগেই চার্জশিট দিয়েছিল তদন্তকারী সংস্থা সিবিআই। সেই চার্জশিটে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছিল। আদালতে তাঁর সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।
যদিও সিবিআইয়ের দাবির বিরোধিতা করেছিলেন ধৃতের আইনজীবী। তিনি জানান, সঞ্জয় ঘটনার সঙ্গে যুক্তই নন। গোটা ঘটনাটি সাজানো। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে অভিযুক্তকে। বুধবারই শিয়ালদহ আদালতে ধৃতের আইনজীবী জানান, নির্যাতিতার শরীরে কোনও ধস্তাধস্তির চিহ্ন মেলেনি। তাঁর পোশাকও অক্ষত ছিল। ফলে সিবিআইয়ের দাবি সঠিক নয়। কেন্দ্রীয় এজেন্সির দেওয়া তথ্যপ্রমাণও পর্যাপ্ত নয় বলে দাবি করেন অভিযুক্তের আইনজীবী।
সিবিআই জানিয়েছে, এই ঘটনায় তদন্ত প্রক্রিয়ায় যে সব তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে তাতে এক জনই অভিযুক্ত। একজনের পক্ষেও এই ধর্ষণ-খুন করা সম্ভব। তা বিশেষজ্ঞ চিকিৎসকদের রিপোর্টেও বলা হয়েছে। সেই তথ্যপ্রমাণ উল্লেখ করে ধৃতের সর্বোচ্চ শাস্তি চেয়েছে তদন্তকারী এজেন্সি।