Advertisment

RG Kar Incident: সরলেন বিকাশ, নির্যাতিতার পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার

RG Kar Update: জুনিয়র ডাক্তারদের পর এবার আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে মামলার জন্য আইনজীবী বদল করলেন নির্যাতিতার বাবা-মা। সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের জায়গায় দায়িত্ব পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী বৃন্দা গ্রোভার।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
RG Kar Case, Bikash Ranjan Bhattacharya, Brinda Grover

RG Kar Incident: বিকাশরঞ্জন ভট্টাচার্যের জায়গায় মামলা লড়বেন আইনজীবী বৃন্দা গ্রোভার।

RG Kar Victim's family Lawyer Change: আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে চলছে মামলা। এর আগে জুনিয়র ডাক্তারদের তরফে বদল করা হয়েছিল আইনজীবী। নির্ভয়া কাণ্ড-খ্যাত ইন্দিরা জয়সিং জুনিয়র ডাক্তারদের হয়ে মামলা লড়ছেন। এবার আইনজীবী বদল করলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা। সুপ্রিম কোর্টে নির্যাতিতার বাবা-মায়ের হয়ে এবার সওয়াল করবেন প্রসিদ্ধ আইনজীবী বৃন্দা গ্রোভার। এতদিন তাঁদের হয়ে মামলা লড়ছিলেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

Advertisment

আগামী সোমবার, ২৭ সেপ্টেম্বর আরজি কর কাণ্ডের শুনানি রয়েছে শীর্ষ আদালতে। তার আগেই আইনজীবী বদল করলেন নির্যাতিতার বাবা-মা। জানা গিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী বৃন্দা গ্রোভার এই মামলা লড়ার জন্য কোনও পারিশ্রমিক নেবেন না। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, তাঁরা সুপ্রিম কোর্টে কোনও ওজনদার আইনজীবী চাইছিলেন। যিনি তাঁদের মেয়ের সুবিচারের জন্য লড়বেন। ইন্দিরা জয়সিং যেভাবে জুনিয়র ডাক্তারদের দাবি শীর্ষ আদালতে আদায় করতে পেরেছেন তা দেখে নির্যাতিতার পরিবারের এই সিদ্ধান্ত।

এটাও জানা গিয়েছে, বিকাশরঞ্জন ভট্টাচার্যকে দিল্লিতে গিয়ে মামলা লড়তে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। সবমিলিয়েই আইনজীবী বদলের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য সংবাদমাধ্যমকে বলেছেন, 'এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল, আমি করেছি। বাকিটা ওঁদের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে সওয়াল করার কোনও বিষয়ই নেই। মামলা হচ্ছে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে।'

এবার জানা যাক কে এই বৃন্দা গ্রোভার?

একাধিক মানবাধিকার এবং নারী-শিশুদের উপর নির্যাতনের মামলা লড়েছেন বৃন্দা। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের সদস্যও হয়েছিলেন তিনি। ১৯৮৭ সালের হাসিমপুরা পুলিশ হত্যা মামলা, ২০০৪ সালে ইশরাত জাহান মামলা, ২০০৮ সালে কান্ধামালে খ্রিস্টান-বিরোধী দাঙ্গা মামলা লড়েছেন বৃন্দা। শিশুদের যৌন হেনস্তা, সুরক্ষা, নির্যাতন প্রতিরোধ বিলের সংশোধনীর খসড়া তৈরিতে অবদান রয়েছে তাঁর। এবার দেখা যাক, আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মাকে তিনি সুবিচার এনে দিতে পারেন কি না।

আরও পড়ুন পিছল RG Kar-এর সুপ্রিম শুনানি, তড়িঘড়ি কেন এমন সিদ্ধান্ত শীর্ষ আদালতের?

Supreme Court of India bikashranjan bhattacharya Kolkata Doctor Rape-Murder Case RG Kar Case
Advertisment