Advertisment

RG Kar Incident: মনে জোর বাড়িয়েছে সুপ্রিম কোর্ট, রাজ্যবাসীকে বিশেষ আর্জি নির্যাতিতার মায়ের

Supreme Court on RG Kar Case: নির্যাতিতার মা মঙ্গলবার জানান, 'মেয়ের দেহ দাহ করার তিন ঘণ্টা পরে এফআইআর দায়ের করে পুলিশ। এই দেরি নিয়েই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।' এর পাশাপাশি প্রতিবাদীদের উপর রাষ্ট্রশক্তি প্রয়োগ না করার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তাকেও স্বাগত জানিয়েছেন তিনি। বৃহস্পতিবারের মধ্যে স্টেটাস রিপোর্ট সিবিআইকে জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। তা নিয়ে নির্যাতিতার মা কোনও মন্তব্য করেননি।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court, RG Kar Medical College

Supreme Court on RG Kar Case: আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

Supreme Court on RG Kar Case: আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই মামলার প্রথম শুনানিতে শীর্ষ আদালত যে পর্যবেক্ষণ এবং নির্দেশ দিয়েছে তা মনের জোর বাড়িয়েছে বলে জানিয়েছেন নির্যাতিতা চিকিৎসকের মা।

Advertisment

নির্যাতিতার মা মঙ্গলবার জানান, 'মেয়ের দেহ দাহ করার তিন ঘণ্টা পরে এফআইআর দায়ের করে পুলিশ। এই দেরি নিয়েই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।' এর পাশাপাশি প্রতিবাদীদের উপর রাষ্ট্রশক্তি প্রয়োগ না করার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তাকেও স্বাগত জানিয়েছেন তিনি। বৃহস্পতিবারের মধ্যে স্টেটাস রিপোর্ট সিবিআইকে জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। তা নিয়ে নির্যাতিতার মা কোনও মন্তব্য করেননি।

এদিন তিনি বলেছেন, 'সমস্ত রাজ্যবাসী তথা দেশবাসীর কাছে আমার বিনীত অনুরোধ, আমরা যতক্ষণ বিচার না পাই, সবাই সত্যটা জানার ও বিচারের দাবিটা যেন জানিয়ে যান।' নির্যাতিতার মা-বাবা জানিয়েছেন, মঙ্গলবারই তাঁদের ফোন করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। নির্যাতিতার বাবা বলেছেন, 'রাজ্যপাল বলেছেন, আপনি হিম্মত রাখুন। আমাদের যতদূর যাওয়ার, যাব। আপনি ন্যায়বিচার পাবেন।'

তিনি আরও বলেছেন, 'সিবিআইকে আমরা সেই সময়ের অধ্যক্ষ, সহকারী সুপার, এমএসভিপি-সহ বিভাগের সবার নাম বলেছি। প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। প্রমাণ লোপাট করা সংবিধানে শাস্তিযোগ্য অপরাধ। মেয়ের মৃত্যুর খবর পেয়ে আমরা যাওয়ার পরে দুপুর থেকে সন্ধে পর্যন্ত ছিলাম। কিন্তু অধ্যক্ষ একবারও আমাদের সঙ্গে কথা বলেননি। আমাদের ধারণা উনি কিছু লুকানোর চেষ্টা করছিলেন। যাকে গ্রেফতার করা হয়েছে, সে আসল দোষী বলে আমরা মনে করি না।'

আরও পড়ুন সুপ্রিম ভর্ৎসনায় 'ঘুম ভাঙল' পুলিশের, তড়িঘড়ি কড়া পদক্ষেপ লালবাজারের

kolkata police cbi Supreme Court of India RG Kar Medical College
Advertisment