RG Kar Demonstration Abhaya Rakhi: দুর্গাপুজোর আগেই যেন অকাল বোধন। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে বসানো হয়েছে, আরজি কর হাসপাতালে নির্যাতিত নিহত চিকিৎসক 'অভয়া'র মূর্তি। ওই হত্যাকাণ্ডে দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত অভয়ার মূর্তিকেই দেবীজ্ঞানে পুজো করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
Advertisment
গত ৯ আগস্ট হাসপাতালের ভিতরেই ধর্ষিতা হয়ে নিহত হন 'অভয়া'। তারপর থেকে কয়েকদিন কেটে গিয়েছে। সোমবার, ১৯ আগস্ট রাখিবন্ধন উৎসব। এই উৎসবের কেন্দ্রবিন্দু হিসেবে সেই 'অভয়া'কেই সোমবার বেছে নিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাঁরা 'অভয়া'র মূর্তিকে ফুল দিয়ে সোমবারও শ্রদ্ধা জানান। মূর্তির নীচে মোমবাতি জ্বালিয়েছিলেন আন্দোলনকারীরা। পাশাপাশি, 'অভয়া'র মূর্তিতে তাঁরা রাখিও পরিয়ে দেন।
হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা উপস্থিত পুলিশকর্মীরাও রাখি পরিয়ে দেন 'অভয়া'র হাতে। সোমবার ডা. কুণাল সরকার ও ডা. সুবর্ণ গোস্বামীও কলকাতা মেডিক্যাল কলেজে উপস্থিত ছিলেন। তাঁদের ডেকে পাঠিয়েছিল লালবাজার থেকে। সেই কারণে চিকিৎসকদের এক বিরাট দলকে নিয়ে তাঁরা কলকাতা মেডিক্যাল কলেজ থেকে মিছিল করে লালবাজারের পথে রওনা দেন। তার আগে ডা. কুণাল সরকার ও ডা. সুবর্ণ গোস্বামীও 'অভয়া'র মূর্তিতে রাখি পরিয়ে দেন।
Advertisment
আরজি কর হাসপাতালে ৯ আগস্ট 'অভয়া' নিহত হওয়ার পর থেকে গোটা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। গোটা দেশের চিকিৎসকরা এই আন্দোলনে শামিল হয়েছেন। বিদেশেও ছড়িয়ে পড়েছে আরজি কর আন্দোলন। এই আন্দোলনে সমাজের বিভিন্নস্তরের মানুষ জড়িয়ে পড়েছেন। তাঁরা রাতেও নারীসুরক্ষার দাবিতে আন্দোলন করছেন। পাশাপাশি আদালতের অধীনে সিবিআই তদন্তের জন্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে আরজি কর মামলা গ্রহণ করেছে।
এই মামলায় ইতিমধ্য়েই বেশ কয়েকবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়েছে সিবিআই। তাঁকে পরপর বেশ কয়েকদিন দীর্ঘক্ষণ ধরে জেরা করা হয়েছে। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বয়ানে বেশ অসঙ্গতি মিলেছে বলেও বিভিন্ন সূত্রে খবর মিলছে। 'অভয়া'র হত্যার পর থেকেই সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লাগাতার বিক্ষোভে নেমেছেন আন্দোলনকারীরা। তাঁরা তাঁকে গ্রেফতারের দাবিও তুলেছেন।