/indian-express-bangla/media/media_files/2025/01/18/fu23qpHbr49KOeVGLCpM.jpg)
চিকিৎসক তরুণীর মৃত্যুর 'ন্যায় বিচার' চেয়ে ফের পথে 'অভয়া মঞ্চ'
RG Kar Doctor Rape And Murder Case: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তরুণীর মৃত্যুর 'ন্যায় বিচার' চেয়ে ফের পথে 'অভয়া মঞ্চ'। সোদপুরে মিছিল-পথ সভা অভয়া মঞ্চে সদস্যদের। রাজ্যের পর এবার কেন্দ্রকে নিশানা করলেন নির্যাতিতার মা-বাবা। মেয়ের মৃত্যুর সুবিচার চেয়ে প্রধানমন্ত্রীকে বারে বারে চিঠি দিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। এমনকী রাষ্ট্রপতির কাছেও সুবিচারের অনুরোধ জানানো হলেও মেলেনি সুবিচার, এমনই অভিযোগে তোলপাড় ফেললেন নির্যাতিতার পরিবার। নিহত তরুণী চিকিৎসকের বাবা সংবাদ মাধ্যমের সামনে এদিন বলছেন, 'সাহায্যের অনুরোধ করে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আমাদের স্বরাষ্ট্র দফতরের সঙ্গে কথা বলতে বলা হয়। একটি ফোন নম্বরও দেওয়া হয়। সেই নম্বরে বারবার ফোন করলেও কেউ ফোন ধরেননি।'
উত্তাল হুগলি, আমপাড়াকে কেন্দ্র করে কিশোরকে বেধড়ক মার, মৃত্যুর সঙ্গে পাঞ্জা মেডিকেলে, কান্নায় ভেঙে পড়লেন মা
আরজি করের ঘটনায় ফের পথে নামতে চলেছে অভয়া মঞ্চ। সোদপুরে ন্যায় বিচারের দাবিতে আজ ফের অগ্নি গর্জন। কোর্টে পেশ করা সিবিআই রিপোর্টে প্রচুর গরমিলের অভিযোগ, নির্যাতিতার পরিবারের। বার বার স্বরাষ্ট্র দফতরে ফোন করলেও কেউ ফোন ধরে নি বিস্ফোরক অভিযোগ অভয়ার বাবা'র। সিবিআই গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। টাকা খেয়ে তদন্ত ধামা-চাপার চেষ্টার অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে। আসল অপরাধী রয়েছে হাসপাতালেই, ভয়ঙ্কর অভিযোগ নির্যাতিতার মায়ের।
আরজি করের নির্যাতিতার পরিবারের তরফ থেকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, টাকা নিয়ে তদন্ত প্রক্রিয়া ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সংস্থাটি। এই অভিযোগ নতুন করে সাড়া ফেলেছে রাজ্য রাজনীতিতে। পরিবারের তরফে সংবাদমাধ্যমকে বলা হয়, “আমরা বারবার সিবিআই-কে সমস্ত তথ্য ও প্রমাণ তুলে দিয়েছি। ডিএনএ রিপোর্টেই উল্লেখ একাধিক ব্যক্তির উপস্থিতি। কিন্তু তারা কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। উল্টে তারা এখন এমনভাবে কাজ করছে, যেন কারো চাপে পড়ে বা অর্থের বিনিময়ে সত্যিকে গোপন করছে।”
ইদের নামাজের সময় গলায় চাকু ঢুকিয়ে খুনের চেষ্টা, সাংঘাতিক কাণ্ডে তোলপাড়
এই অভিযোগ ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের অভিযোগ, তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইছে কিছু প্রভাবশালী মহল, এবং সিবিআই সেই চাপের কাছে নতিস্বীকার করছে। যদিও সিবিআই এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারি বিবৃতি দেয়নি, তবে একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, তারা অভিযোগ খতিয়ে দেখছে এবং তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবেই পরিচালিত হচ্ছে।