Advertisment

Mamata Banerjee On RG Kar Case: আরজি কর কাণ্ডে 'বাম-রাম আঁতাত'! গভীর ষড়যন্ত্রের গন্ধে বিরোধীদের নিশানা মমতার

এদিন বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠান মঞ্চ থেকে আরজি কর কাণ্ডে বিরোধীদের লাগাতার আক্রমণ, সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee holds Review meeting regarding Hawkers and Encroachment issues

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: আরজি কর তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে উত্তাল রাজ্য। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। চিকিৎসক তরুণীর মৃত্যুর প্রতিবাদে আজ ১৪ অগাস্ট রাজপথে নেমে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে নারীরা। ‘মেয়েরা রাতের দখল নাও’ শীর্ষক অভিযানের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। এর মধ্যেই বাম-রাম যোগসাজশের অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

আরজি কর (RG Kar Case) মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে উত্তাল রাজ্য। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ বুধবার ১৪ আগস্ট, কলকাতা সহ জেলায় জেলায় ‘মেয়েরা রাতের দখল নাও’ শীর্ষক অভিযানের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসক হত্যার আঁচ পড়েছে ভিন রাজ্যেও। তরুণী চিকিৎসকের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এবার এনিয়ে গর্জে উঠেছেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনায় গোটা দেশ হতবাক। অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হাসপাতাল এবং স্থানীয় প্রশাসনের উপর গুরুতর প্রশ্ন তুলেছে। নির্যাতিতার পরিবারকে যেকোনো মূল্যে বিচার পেতে হবে’।

আরও পড়ুন - < Rahul Gandhi’s first comment on Kolkata’s RG Kar doctor’s rape-murder: ‘বিচারের পরিবর্তে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা’, মমতার বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে রাহুল >

এদিকে আরজি কর ধর্ষণ-খুন কাণ্ডে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিরোধীরা এমন অভিযোগ তুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মোকাবিলায় বাংলা জুড়ে প্রতিবাদের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। বিরোধীদের নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে। ভেবেছেন সেই ঘটনা টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারেন। শুনে রাখুন, আমার ক্ষমতার মায়া নেই।”

এদিন বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠান মঞ্চ থেকে আরজি কর কাণ্ডে বিরোধীদের লাগাতার আক্রমণ, সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি আরজি কর কাণ্ডে তদন্তের গতি প্রকৃতি নিয়ে কলকাতা পুলিশের কাজের প্রশংসা করে বলেন, "মাত্র ১২ ঘন্টার মধ্যে দোষীকে গ্রেফতার করা হয়েছে। গত এক মাসের সিসিটিভি পরীক্ষা করা হয়েছে। রাজ্যের তরফে দোষীর ফাঁসি চাওয়া হয়েছে। রবিবার অবধি সময় দিয়েছিলাম তার আগেই সিবিআইয়ের হাতে মামলার দায়ভার তুলে দেওয়া হয়েছে'।

উল্লেখ্য, এদিনই আরজি কর কাণ্ডে 'বাম-রামের' ষড়যন্ত্রের অভিযোগ এনে তার বিরুদ্ধে দলীয় কর্মসূচী জানান মমতা। তিনি বলেন, ১৬ অগাস্ট দোষীদের শাস্তির দাবিতে মৌলালি মোড় থেকে এক মিছিলের আয়োজন করা হবে। ১৭ অগাস্ট রাজ্য জুড়ে দুপুর ২ টো থেকে ৪টে পর্যন্ত বাম-রাম চক্রান্তের বিরুদ্ধে এক মিছিলের আয়োজন করা হবে। ১৮ অগাস্ট বাংলার প্রতিটি ব্লকে ব্লকে চলবে তৃণমূলের ধর্না। ১৯ তারিখে রাখি। ২০ তারিখে আবার পথে নামব আমরা। সেই কর্মসূচি পরে জানিয়ে দেব।’

পাশাপাশি এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন জানান। তিনি বলেন, ইতিমধ্যে তিন জন ইতিমধ্যে বিনা চিকিৎসায় মারা গেছেন। চিকিৎসা দিতে আপনারা অঙ্গীকারবদ্ধ। পাঁচ দিন হয়ে গেল। পায়ে ধরে বলছি, চিকিৎসা করুন। এবার কাজে নামুন, এটা আমার আবেদন। সিনিয়র ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।’’

Mamata Banerjee RGKar medical college &amp; hospital
Advertisment