Advertisment

RG Kar Incident: 'হয়তো ভেতরে কেউ ছিল, রবিবারের মধ্যে কিনারা না হলে তদন্ত CBI-কে', বললেন মুখ্যমন্ত্রী

RG Kar Case: আরজি কর কাণ্ডে সোমবারই পদত্যাগ করেছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ জানিয়েছেন, কারও চাপের জন্য নয়, নিজের ইচ্ছাতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পদত্যাগের পর সাংবাদিকদের তিনি বলেন, “ছাত্র-ছাত্রীদের কাছে আমার পদত্যাগের বিষয়টিই কাম্য ছিল। গত কয়েকদিনে বিভিন্ন মাধ্যমে আমি যে কটুক্তি সহ্য করেছি, আমার পরিবার, সন্তানরা যা সহ্য করেছে তাতে বাবা হিসেবে আমি লজ্জিত। সেই কারণে আমি পদত্যাগ করলাম।”

author-image
IE Bangla Web Desk
New Update
RG kar doctor's murder case, investigation can hand over to CBI, আরজি কর, মমতা ব্যানার্জি, সিবিআই

Mamata Banerjee on RG Kar Incident: আরজি কর কাণ্ডে পুলিশকে আরও সক্রিয়ভাবে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর।

RG Kar Doctors Death: আরজি কর কাণ্ডে বিক্ষোভে উত্তাল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। শহর কলকাতা সরকারি হাসপাতাল গুলির পাশাপাশি জেলাগুলিতেও হাসপাতালে হাসপাতালে চলছে বিক্ষোভ আন্দোলন কর্মবিরতি। সোমবারই আরজিকরের নিহত ছাত্রীর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত ছাত্রী মা-বাবার সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

Advertisment

সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী বলেছেন, "ওখানে নিরাপত্তারক্ষীরা ছিল। তাও কী করে এই ঘটনা ঘটল। সেটা আমি এখনো বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি। আমরা চাই এই মামলা ফার্স্ট ট্র্যাক কোর্টে উঠুক। আমরা দোষীর ফাঁসির আবেদন জানাব। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে গ্রেফতার করবে। হয়তো ভেতরে কেউ ছিল। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।

পরিবার যদি চায় আমরা এই কেসটা আমাদের হাতে রাখব না। CBI-কে দিয়ে দেব। কারণ, এই কেসে আমাদের লেনাদেনা নেই। রবিবার পর্যন্ত পুলিশ কিনারা করতে না পারলে তদন্তভার CBI-কে দেওয়া হবে। যদিও CBI-এর সাফল্যের হার খুবই কম।"

আরও পড়ুন- RG Kar Case: আরজি করের নিহত চিকিৎসকের বাড়িতে মুখ্যমন্ত্রী, ‘দ্বিতীয় নির্ভয়াকাণ্ড’, ফুঁসছে দিল্লি AIIMS

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "যে প্রথম মেয়েটির পরিবারকে ফোন করেছিল তাকে ডেকে জিজ্ঞাসা করা হবে। যেই জড়িত থাকুক তাকে শাস্তি পেতে হবে। সবচেয়ে ভালো অফিসারকে এই কাজে লাগানো হয়েছে।"

আরও পড়ুন- RG Kar Hospital Incident: প্রবল চাপে পদত্যাগ আরজি করের অধ্যক্ষের, পদ ছেড়ে কী বললেন সন্দীপ ঘোষ?

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে এদিন নিহত ছাত্রীর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশ কমিশনার এদিন বলেন, "সেদিন যারা যারা কাছাকাছি ছিলেন, কোনও ধরনের কোনও যোগ থাকলে সবাইকে ডাকা হচ্ছে। ডাকা হবে। কারও উপর সন্দেহ থাকলে পুলিশকে বলতে পারেন।"

আরও পড়ুন- RG Kar Incident: আরজি করের অধ্যক্ষের অপসারণ দাবি, চিকিৎসক খুনে ভাইরাল অডিও ক্লিপ, মুখ খুললেন কুণাল

Mamata Banerjee cbi RG Kar Medical College Doctors Death
Advertisment