Advertisment

R G Kar Incident: নির্যাতিতার বাড়ি গেল সিবিআই টিম, আরও তিনজনকে জেরার জন্য তলব

R G Kar Incident: আরজি কর মেডিক্যাল কলেজে নিহত নির্যাতিতার বাড়িতে গেল সিবিআইয়ের তদন্তকারী দল। বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী আধিকারিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar case, arrested Sanjay Roy handed over to CBI by Kolkata Police, আরজি কর কাণ্ড, সিবিআই, সঞ্জয় রায়

RG Kar Case: আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে জেরা সিবিআইয়ের।

R G Kar Incident: আরজি কর মেডিক্যাল কলেজে নিহত নির্যাতিতার বাড়িতে গেল সিবিআইয়ের তদন্তকারী দল। বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী আধিকারিকরা।

Advertisment

এদিকে, গত ৮ আগস্ট রাতের ঘটনার তদন্তে সিবিআই আরও তিনজনকে জেরার জন্য তলব করেছে বলে সূত্রের খবর। একইসঙ্গে, সেই রাতে নির্যাতিতার সঙ্গে যে জুনিয়ার ডাক্তাররা হাসপাতালে ডিউটিতে ছিলেন, তাঁদের সঙ্গেও ইতিমধ্যে কথা বলেছেন গোয়েন্দারা। গত মঙ্গলবারই এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাতেই মামলা সংক্রান্ত নথিপত্র হস্তান্তরিত করেছে কলকাতা পুলিশ। বুধবার সকালে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই।

এদিকে, বুধবার মধ্যরাতে আরজি কর মেডিক্যাল কলেজে ভাঙচুর কাণ্ডের পর এদিন দুপুরে হাসপাতালে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কথা বলেন ধর্নামঞ্চে থাকা আন্দোলনকারী চিকিৎসক-পড়ুয়াদের সঙ্গে। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি দেওয়া হয় ন্যায় বিচারের আশ্বাসও। ঘুরে দেখেন সেমিনার রুমের আশেপাশের এলাকা।

এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ” আরজি করে যা ঘটেছে তা মানবতার পক্ষে লজ্জা। এটা সহ্য করা যায় না। আমরা এই ধরণের ঘটনা কোনভাবেই বরদাস্ত করব না। আন্দোলনকারীদের দাবি খুবই সামান্য। দোষীকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে”। কেন শুরু থেকে চুপ করে দেখল পুলিশ প্রশ্ন তুললেন রাজ্যপাল।

আরও পড়ুন RG Kar Incident: আরজি করে মধ্যরাতে তান্ডব, হামলাকারীদের দ্রুত ধরতে ফেসবুকে ছবি প্রকাশ কলকাতা পুলিশের

এর সঙ্গেই তিনি বলেন, ‘হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। পড়ুয়াদের কথা শুনতে হবে ওরা দেশের ভবিষ্যৎ’। আরজি করের ঘটনায় রাজভবনের তরফে চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। ১৩ আগস্ট চিঠির প্রাপ্তি স্বীকার করে রাজ্য সরকার। মহিলা চিকিৎসক নার্সদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছে সেই চিঠিতে।

আরও পড়ুন RG Kar Incident: মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি, আরজি কর কাণ্ডে রাজপথ কাঁপাতে তৈরি বঙ্গ বিজেপি

rape Murder RG Kar Medical College cbi West Bengal
Advertisment