Advertisment

RG Kar Case: আরজি কর তদন্তে তুমুল তৎপরতা, সিজিও-য় সন্দীপ, নিজাম প্যালেসে গেলেন কারা?

RG Kar Medical College Finacial Corruption: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্তের পাশাপাশি আর্থিক দুর্নীতি তদন্তও জোরদার তৎপরতার সঙ্গে এগোচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্তের কাজ চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar Medical College Finacial Corruption cbi interogation, আরজি কর, সিবিআই

RG Kar Case: আরজি কর কাণ্ডে তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই।

RG Kar Medical College Finacial Corruption: আরজি করের আর্থিক দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া সিবিআই। গতকাল নিজাম প্যালেস থেকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ মোট ১৫ জনের বাড়িতে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার অফিসাররা। তাঁদের প্রত্যেককে আজ নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। তবে সন্দীপ ঘোষ গিয়েছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার সিজিও কমপ্লেক্সের দফতরে।

Advertisment

সোমবার সকালে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমকে নিজাম প্যালেসে ঢুকতে দেখা যায়। গতকাল তাঁর কেষ্টপুরের বাড়িতে টানা তল্লাশি চালিয়েছিলেন সিবিআই অফিসাররা। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এই দেবাশিস সোম। আরজি করে সন্দীপ ঘোষের বদান্যতাতেই দেবাশিস সোমের আলাদা চেম্বার পর্যন্ত ছিল।

দেবাশিস সোমের বিরুদ্ধেও আর্থিক দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ তুলেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। দেবাসিস সোমের বিরুদ্ধে ভুয়ো বিল পাশ করানোর মতো মারাত্মক অভিযোগ রয়েছে। একই কাজের জন্য বিভিন্ন সংস্থাকে টাকা দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তকারীদের অনুমান, এভাবে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

আরও পড়ুন- 'চক্রান্তের শিকার তরুণী, CBI দেখুক কারা আসল দোষী', বিস্ফোরক মন্তব্য মন্ত্রী শোভনদেবের

দেবাশিস সোমকে বেশ কিছু নথি পত্র নিয়ে সিপিআই দফতরে ডাকা হয়েছিল। সেই মতো এদিন সকালেই নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন তিনি। গতকাল আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে যাদের বাড়িতে সিবিআই গিয়েছিল, তাঁদের প্রত্যেককেই আজ নিজাম প্যালেসে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- RG Kar Incident: আরজি কর কাণ্ডে পড়ুয়াকে প্রতিবাদকে কুর্নিশ, শিক্ষিকার বক্তব্যে গায়ে কাঁটা দেবে!

এদিকে গতকাল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে টানা সাড়ে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালিয়েছিল সিবিআই। গতকাল রাতে সন্দীপ ঘোষের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র নিয়ে গেছেন তদন্তকারী। সিবিআই তলবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আজও হাজিরা দিয়েছেন সল্টলেকে সিজিও কমপ্লেক্সের দফতরে।

আরও পড়ুন- Doctor rape-murder case: সুপ্রিম আবেদনও কর্মবিরতিতে অনড়, সর্ষের মধ্যে ভূত দেখছেন আন্দোলনকারী ডাক্তাররা

cbi RG Kar Medical College sandip ghosh
Advertisment