RG Kar Medical College Mbbs student committed suicide: আবারও আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী পড়ুয়ার রহস্যমৃত্যু। কামারহাটি ESI কোয়ার্টারের ঘর থেকে ওই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। আরজি করের ওই পড়ুয়ার মা ESI হাসপাতালের চিকিৎসক বলে জানা গিয়েছে। কামারহাটির ESI কোয়ার্টারেই থাকতেন মা-মেয়ে। গতকাল ওই কোয়ার্টারের ঘর থেকেই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মানসিক অবসাদে ওই তরুণী আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান।
ফের খবরের শিরোনামে আরজি কর। আরজি কর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলে অনুমান। ESI কোয়ার্টারের ঘর থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। গতকাল ওই তরুণীর মা প্রথমে মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন।
তাঁর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। দ্রুত তাঁকে উদ্ধার করে সেখান থেকে কামারহাটির ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদে ওই তরুণী আত্মঘাতী হয়েছেন। যদিও এ ব্যাপারে তাঁর পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়নি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে।
আরও পড়ুন- West Bengal Weather Update: কুয়াশার দাপট জেলায়-জেলায়, বিদায়বেলায় ফের নামতে পারে পারদ
এমনিতেই গত ৬ মাস ধরে খবরের শিরোনামে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল। মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। ধর্ষণ করে খুনে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। তবে ওই ঘটনায় সঞ্জয় একা নয় আরও অনেকে যুক্ত বলে দাবি তার পরিবারের। মেয়ের মৃত্যুর তদন্ত প্রক্রিয়ায় অখুশি পরিবার।
আরও পড়ুন- Fact Check: ভারতে দাঁড়িয়ে বিজেপির মঞ্চ থেকে ভাষণ শেখ হাসিনার? ভাইরাল ভিডিওর সত্যিটা জানেন?