২৪ ঘণ্টার মধ্যে নির্দেশ প্রত্যাহার স্বাস্থ্য ভবনের। আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ বদলি-কাণ্ডে নাটকীয় মোড়। পুরনো নির্দেশ বাতিল, সন্দীপ ঘোষই থাকছেন আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ। সনৎ কুমার ঘোষকে ফেরানো হল উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে।
আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সন্দীপ ঘোষকে। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধ্যাপক পদে বদলি করেছিল স্বাস্থ্য ভবন। তাঁর জায়গায় উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছিল স্বাস্থ্যভবন। তবে জানা যায়, আর জি কর ছাড়ার আগে নিজের ঘরে তালা ঝুলিয়ে চলে গিয়েছিলেন সন্দীপ ঘোষ। তার জেরে বৃহস্পতিবার বিকেলে আর জি করে পৌঁছে সমস্যায় পড়তে হয়েছিল সনৎ কুমার ঘোষকে। তিনি স্বাস্থ্য ভবনে বিষয়টি জানিয়েছিলেন।
এরপর শুক্রবার সকাল ১১ট নাগাদ ফের আর জি করে গিয়েছিলেন সনৎ কুমার ঘোষ। এবারেও তিনি তাঁর নিজের ঘরে ঢুকতে পারেননি। তিনি সার্জারি বিভাগের একটি ঘরে বসেছিলেন। এদিকে, মেডিক্যাল কলেজের কর্মীরা ফুল, মালা নিয়ে নয়া অধ্যক্ষকে স্বাগত জানাতে তৈরি ছিলেন। তবে এরই মধ্যে স্বাস্থ্য ভবনে পৌঁছে যান সনৎ কুমার ঘোষ। পরে সেখান থেকে ফেরেন আর জি করে।
আরও পড়ুন- নেশা ছাড়াতে হাড়-হিম ‘অত্যাচার’? যুবকের পরিণতি জানলে গা শিউরে উঠবে!
খানিকক্ষণ থাকার পর দ্বিতীয়বার তাঁকে ডেকে পাঠানো হয় স্বাস্থ্য ভবনে। সনৎ কুমার ঘোষকে জানিয়ে দেওয়া হয় পুরনো নির্দেশ বাতিল, ফের তাঁকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদেই কাজে যোগ দিতে হবে। অন্যদিকে, আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষকেই বহাল রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।
এদিকে, নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করায় স্বাস্থ্য ভবনের তুমুল সমালোচনায় সরব হয়েছেন চিকিৎসকদের একাংশ। বিশিষ্ট চিকিৎসক তথা সিপিআইএম নেতা ফুয়াদ হালিম বলেন, ''চিকিৎসক নেই, মানুষ পরিষেবা পাচ্ছেন না। সরকার সিদ্ধান্ত নিল অধ্যক্ষ পাল্টাবে। ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদলেছে। যাঁকে পাঠাচ্ছে তিনি সরকারি দফতরের অর্ডার নিয়ে ঢুকতেই পারলেন না। এরই মধ্যে সরাকর মত বদলে আগের লোককেই বহাল রাখল। তৃণমূল কালচার সমাজের রন্ধ্রে-রন্ধ্রে ছড়িয়ে দিয়েছে।''
এদিকে, তাঁকে আর জি করের দায়িত্ব নিতে নির্দেশ দিয়েও পরে তা প্রত্যাহার নিয়ে বিশদে কিছু বলতে চাননি সনৎ কুমার ঘোষ। তিনি এদিন বলেন, ''অর্ডারটা বাতিল হয়ে গেল। আমাকে আগে জানায়নি। আমাকে উলুবেড়িয়ায় জয়েন করতে বলা হয়েছে। আমাকে কাল আবার উলুবেড়িয়ায় যোগ দিতে হবে। আগের ওই অর্ডারটাই বাতিল হয়ে গেছে।''