RG Kar Case: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের জেরে শেষমেষ পদত্যাগ করলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ জানিয়েছেন, কারও চাপের জন্য নয়, নিজের ইচ্ছাতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। আরজি কর হাসপাতালেও তরুণী খুনের বিচার চেয়ে লাগাতার চলছে বিক্ষোভ-আন্দোলন। জুনিয়র চিকিৎসকরা নাছোড় আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাসপাতাল চত্বরে। সেই সঙ্গে কয়েকদিন ধরেই হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সুর চড়াচ্ছিল একাধিক চিকিৎসক সংগঠন।
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিলেন। প্রবল চাপের মুখে আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করছেন বলে জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, "ছাত্র-ছাত্রীদের কাছে আমার পদত্যাগের বিষয়টিই কাম্য ছিল। গত কয়েকদিনে বিভিন্ন মাধ্যমে আমি যে কটুক্তি সহ্য করেছি, আমার পরিবার, সন্তানরা যা সহ্য করেছে তাতে বাবা হিসেবে আমি লজ্জিত। সেই কারণে আমি পদত্যাগ করলাম।"
আরও পড়ুন- RG Kar Incident: আরজি করের অধ্যক্ষের অপসারণ দাবি, চিকিৎসক খুনে ভাইরাল অডিও ক্লিপ, মুখ খুললেন কুণাল
আরও পড়ুন- Junior Doctor Protests: জরুরি বিভাগেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, আর জি করে অচলাবস্থা অব্যাহত
উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরানোর দাবি গত কয়েকদিন ধরেই জোরালো হচ্ছিল। আগেই সরিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে। তাঁকে বদলি করা হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে। তবে গত কয়েকদিন ধরে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এমন একটা ভয়ঙ্কর ঘটনার পরেও সরানো হয়নি। তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন চিকিৎসক সংগঠনের নেতারা। তবে এবার শেষমেশ নিজে থেকেই পদ ছাড়লেন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
আরও পড়ুন- RG Kar Case: আরজি করে তরুণী চিকিৎসক খুন, ঘরে-বাইরে প্রবল চাপে শেষমেষ কঠিন সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের
আরও পড়ুন- Inspirational story: এমন কীর্তির সব প্রশংসাই যেন কম পড়ে! স্বনির্ভরতার লক্ষ্যে বিশেষ চাহিদাসম্পন্নদের জানকবুল লড়াই