Advertisment

প্রতিবাদে অংশ নেওয়া বন্ধুর হাতে যৌন হেনস্থা, তরুণীর ভয়ঙ্কর অভিযোগে চূড়ান্ত চাঞ্চল্য

RG Kar: প্রতিবাদে অংশ নেওয়া বন্ধুর হাতেই যৌন হেনস্থার ঘটনা, তরুণীর মারাত্মক অভিযোগ ঘিরে ছড়াল চূড়ান্ত চাঞ্চল্য। ইতিমধ্যে দুই অভিযুক্তকে আটক করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
gangrape

প্রতীকী ছবি

RG Kar Protest: আরজি করে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় দিকে দিকে চলছে প্রতিবাদ। স্বাস্থ্য ভবনের সামনে প্রতিবাদ আন্দোলনে সামিল জুনিয়র ডাক্তাররা। রাজপথ গর্জে উঠেছে নির্যাতিতার বিচারের দাবিতে। এর মধ্যে ঘটে গেল হাড়হিম ঘটনা। প্রতিবাদ ধর্নায় আলাপ হওয়া 'সংগ্রামী বন্ধুর' হাতে ধর্ষণের ঘটনায় ছড়াল চূড়ান্ত চাঞ্চল্য। তরুণীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে আটক করা হয়েছে দুই অভিযুক্তকে। 

Advertisment

মদ্যপ অবস্থায় তরুণীকে গণধর্ষণের ভয়ঙ্কর অভিযোগ। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের মধ্যেই তরুণীকে গণধর্ষণের অভিযোগে চূড়ান্ত চাঞ্চল্য ছড়াল খড়দহ এলাকায়। তরুণীর অভিযোগের ভিত্তিতে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম অর্ঘ্য দাস, শুভম ধর। ধৃত দুজনেই বেলঘরিয়া বাসিন্দা।

জানা গিয়েছে, সোদপুরে একটি প্রতিবাদ মঞ্চ থেকে ওই তরুণীর সঙ্গে আলাপ অভিযুক্তদের। এরপর ফেসবুকে ঘনিষ্ঠতা বাড়ে। অভিযোগ গত শনিবার মদ্যপ অবস্থায় ওই তরুণীর বাড়িতে যান অভিযুক্ত দুই যুবক। সেখানেই ঘটে গণধর্ষণের ঘটনা। এরপর তরুণীর অভিযোগের ভিত্তিতে দুই যুবককে আটক করা হয়। সোমবার ধৃত দুজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক দুজনকেই পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

RGKar medical college & hospital Sexual harassment
Advertisment