SFI-DYFI-Lalbazar Abhijan: আরজি করে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় বাম ছাত্র যুবদের সংগঠন SFI এবং DYFI-এর রাজ্য নেতৃত্বকে তলব করেছিল লালবাজার। সেই তলবের প্রতিবাদ এবং আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে প্রতিবাদে সুর চড়িয়ে আজ লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কলেজ স্ট্রিট থেকে শুরু হয় সেই প্রতিবাদ মিছিল। প্রবল বৃষ্টি উপেক্ষা করেই সেই মিছিলে সামিল হন বাম-ছাত্র-যুবরা।
SFI-DYFI-Lalbazar Abhijan: আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও SFI-DYFI নেতৃত্বকে পুলিশি তলবের জেরে শনিবার প্রবল বৃষ্টি উপেক্ষা করেই মিছিল সিপিএমের ছাত্র যুব সংগঠনের। এদিন বাম ছাত্র যুব সংগঠনের লালবাজার অভিযান ঘিরে আগেভাগে চূড়ান্ত সতর্কতা নিয়েছিল কলকাতা পুলিশও। বিবি গাঙ্গুলি স্ট্রিটে তৈরি করা হয়েছিল ব্যারিকেড। কলেজ স্ট্রিট চত্বরে জমায়েত করে শুরু হয় বাম ছাত্র যুব সংগঠনের লালবাজার অভিযান।
Advertisment
গত ১৪ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনায় SFI-DYFI-এর রাজ্য নেতৃত্বের বেশ কয়েকজনকে ডেকে পাঠায় লালবাজার। তারই প্রতিবাদ ও সঙ্গে নির্যাতিতার মৃত্যুর প্রকৃত অপরাধীর চরম শাস্তির দাবিতে আজ লালবাজার অভিযানের ডাক দিয়েছিল SFI-DYFI-AIDWA-র মতো বাম ছাত্র যুবদের সংগঠন। কলেজ স্ট্রিট চত্বরে জমায়েত করে লালবাজার অভিযানে যায় বামেদের ছাত্র সংগঠনের মিছিল।
মিছিলে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্য, সায়ন বন্দ্যোপাধ্যায়দের মতো বামেদের তরুণ তুর্কিরা। বিবি গাঙ্গুলি স্ট্রিটে আগেভাগে পুলিশ ব্যারিকেড তৈরি করে রেখেছিল। এরই মধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়ে যায়। কলেজ স্ট্রি চত্বর থেকে শুরু করে মধ্য কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটেও জল জমে যায়। প্রবল বৃষ্টি উপেক্ষা করেই এগোয়ে বামেদের প্রতিবাদ মিছিল।
বৃষ্টি উপেক্ষা করে সেই মিছিল বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে পুলিশের ব্যারিকেডের সামনে গিয়ে পৌঁছোয়। সেখান থেকেই মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ SFI-DYFI-এর যে নেতৃত্বকে পুলিশ ডেকে পাঠিয়েচিল তাঁরা যান লালবাজারে। বাম ছাত্র যুবদের প্রতিনিধি দলের সঙ্গেই ছিলেন তাঁদের আইনজীবীরাও। এদিন মিছিল শুরুর আগে DYFI-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "পুলিশ অপরাধ কমানোর কাজ করতে পারছে না। অথচ পুলিশ কণ্ঠরোধ করছে জনতার। রাজ্যের মানুষ দোষীদের শাস্তি চাইবে না?"