/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/rg-kar-8.jpg)
RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ।
RG Kar Incident: মেয়ের নৃশংস পরিণতির বিচার চেয়ে এখনও অপেক্ষায় বাবা-মা। আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে উত্তাল পরিস্থিতি গোটা বাংলায়। দিকে দিকে 'জাস্টিস ফর আরজিকর'-এর দাবি আরও জোরালো হচ্ছে। ফি দিন পথে নামছেন বহু মানুষ। ঠিক এই আবহে এবার রাজ্যবাসীর কাছে এক অনুরোধ জানিয়ে বসলেন নির্যাতিতার মা।
রাজ্যবাসীর কাছে কী অনুরোধ নির্যাতিতার মায়ের?
একটি সংবাদমাধ্যমের প্রতিনিধিকে নির্যাতিতার মা বলেছেন, "এবার কন্যাশ্রী প্রকল্প কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নেওয়ার আগে ভাববেন যে আপনাদের লক্ষ্মী সুরক্ষিত আছে কিনা। রাজ্যবাসীর কাছে আমার এই অনুরোধ রইলো।" নির্যাতিতার বাবাও সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য প্রশাসনের উপর। তাঁর মেয়ের মৃত্যুর প্রতিবাদে পথে নামা হাজারও সাধারণ মানুষের আন্দোলন স্তব্ধ করার চেষ্টা করছে প্রশাসন, এমনই অভিযোগ তাঁর।
উল্লেখ্য, আরজি কর কাণ্ড নিয়ে এখনও উত্তাল পরিস্থিতি গোটা বাংলা জুড়ে। ফি দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্যাতিতার ভয়ঙ্কর পরিণতির বিচারের দাবিতে পথে নামছেন কাতারে কাতারে মানুষ। শুধু সাধারণ মানুষই নয়, রাজনীতিবিদরাও বিশেষ করে বিরোধী দলের নেতা-নেত্রীরা আরজি কর কাণ্ডে রাজ্য প্রশাসনের ভূমিকার তুলেধনা করে প্রতিদিন সুর চড়াচ্ছেন।
এদিকে, আরজি করের এই ঘটনা ঝড় বইয়ে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের অন্দরেও। ইতিমধ্যেই দলের বর্ষীয়ান সাংসদ সুখেন্দুশেখর রায় আরজি কর কাণ্ডে লাগাতার প্রতিবাদ করতে শুরু করেছেন। তবে এক্ষেত্রে তাঁকে দলের নেতাদের কাছ থেকে কটাক্ষও শুনতে হচ্ছে রোজ। এমনকী আরজি কর কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টের দরুন সুখেন্দুশেখর রায় কে সমন পাঠিয়ে তলব করেছে কলকাতা পুলিশ। গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ।