New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/cats-264.jpg)
ভিডিওটি শেয়ার করে সুশান্ত নন্দা লিখেছেন....
জলদাপাড়া অভয়রণ্যে জঙ্গল সাফারিতে গন্ডারের তাড়ায় উল্টে গেল পর্যটকের গাড়ি, আহত ৫। দেখুন রোমহর্ষক সেই ভিডিও। জঙ্গল সাফারিতে গিয়ে গণ্ডারের হানা, প্রাণ বাঁচাতে মরিয়া একদল পর্যটক। গাড়ি উল্টে গুরুতর জখম সাত পর্যটক। তাদের মধ্যে রয়েছে ২ জন ড্রাইভারও। ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া।
IFS আধিকারিক সুশান্ত নন্দা একটি ভিডিও পোস্ট করেছেন যাতে বেশ কয়েকজন পর্যটক জঙ্গল সাফারি উপভোগ করতে দেখা গিয়েছে। মুহূর্তেই তাদের গাড়ির দিকে তেড়ে আসে একটি গণ্ডার। প্রাণভয়ে গাড়িটিকে দ্রুত গতিতে পিছনে নিয়ে যেতেই ঘটে যায় ভয়াবহ বিপত্তি। জলদাপাড়া অভয়রণ্যে জঙ্গল সাফারিতে গিয়ে কোনমতে প্রাণে বাঁচলেন পর্যটকরা। গাড়ি উল্টে জখম ৫ পর্যটক। জানা গিয়েছে ২ জন গাড়ির চালকও এই ঘটনায় আহত হয়েছে।
সাধারণত জঙ্গল সাফারির সময় মানুষজনের ওপর পশুরা আক্রমণ করে না। তবে মোবাইল বা ক্যামেরা হাতে নিয়ে কোন পশুর খুব কাছাকাছি গিয়ে সেলফি, রিল, করার চেষ্টা, মুহূর্তেই ঘটে যেতে ভয়ঙ্কর ঘটনা। জঙ্গল সাফারির সময় জঙ্গলের কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে।
IFS সুশান্ত নন্দা টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে জঙ্গল সাফারির সময় পর্যটকরা একটি গণ্ডারের প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। পর্যটকরা তাদের ক্যামেরা হাতে গণ্ডারের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন, তখনই সেখানে উপস্থিত দুটি গন্ডার রেগে যায়। তারা দৌড় শুরু করে। তেড়ে যায় পর্যটকদের দিকে। তা দেখেই গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করতেই ঘটে যায় ভয়াবহ বিপত্তি। চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গর্তে গাড়ি নিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন ছয় পর্যটক।
This one showcases what all are wrong in our wildlife Safaris…
Respect the privacy of wild animals. Safety of self comes first.
I am informed that both Rhino & tourists are safe. All will not be that lucky . pic.twitter.com/p1kEAQdyjN— Susanta Nanda (@susantananda3) February 25, 2023
ভিডিওটি শেয়ার করে সুশান্ত নন্দা লিখেছেন, “জঙ্গল সাফারির সময় সতর্ক থাকুন। বন্য প্রাণীদের গোপনীয়তাকে সম্মান করুন। নিজের নিরাপত্তা সবার আগে। জানা গিয়েছে দুর্ঘটনায় আহত সকল পর্যটক নিরাপদ রয়েছেন। তবে প্রতিবারই যে আপনি ভাগ্যবান হবেন এমন নয়। তাই বণ্যপ্রানীর গোপনীয়তাকে সম্মান করুন। দয়া করে জঙ্গল সাফারির কিছু নিয়ম-কানুন মেনে চলুন। শব্দ করা, ক্যামেরা ফ্ল্যাশ, থেকে নিজেকে বিরত রাখুন। এই কারণে অনেক সময় দুর্ঘটনাও ঘটেছে। তাই আপনার পরিবার ও নিজেকে নিরাপদ রাখতে নিয়ম-কানুনগুলো মেনে চলতে হবে”।