Advertisment

সাতসকালে হুলস্থূল নদী পাড়ে, ভেসে এল বিশালকায় গণ্ডারের দেহ

গণ্ডারের মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহের ময়নাতদন্ত করবে বনদফতর৷

author-image
IE Bangla Web Desk
New Update
rhino body recover from river

পে-লোডারে তুলে গণ্ডারের দেহটি নিয়ে যাচ্ছেন বনকর্মীরা৷ ছবি: সন্দীপ সরকার

আলিপুরদুয়ারের শিলতোর্ষা নদীতে ভেসে এল পূর্ণবয়স্ক একটি গণ্ডারের মৃতদেহ৷ এই ঘটনাকে ঘিরে শনিবার ভোরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আলিপুরদুয়ারের শিলবাড়ি ঘাট চত্বরে৷ স্থানীয়রা গণ্ডারের দেহ দেখতে পেয়ে খবর দেন বন দফতরে৷ বনকর্মীরা এসে পরে গণ্ডারের দেহটি উদ্ধার করেছেন৷ গণ্ডার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি৷ স্বাভাবিক মৃত্যু? নাকি চোরাশিকারিদের খপ্পরে পড়ে প্রাণ গিয়েছে পশুটির? তা জানতে গণ্ডারের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন বনাধিকারিকরা৷

Advertisment

শনিবার ভোরে আলিপুরদুয়ারের শিলবাড়ি ঘাটে নদী থেকে পূর্ণবয়স্ক গণ্ডারের মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিন ভোরে স্থানীয় বাসিন্দারা নদীতে বালি-পাথর তুলতে গিয়ে একটি বিশালাকার প্রাণী নদীতে ভাসতে দেখেন৷ প্রথমে প্রাণীটি গণ্ডার না হাতি তা বুঝতে পারেননি তাঁরা৷ যদিও প্রাণীটিকে কোনওভাবে টানতে-টানতে নদীর পাড়ে নিয়ে আসেন তাঁরা। উদ্ধার হয় পূর্ণবয়স্ক গণ্ডারটির মৃতদেহ। এদিকে, গণ্ডারের দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই শীলতোর্ষার ঘাটে ভিড় জমান আশেপাশের বাসিন্দারা।

আরও পড়ুন- ‘বঙ্গজননী’র হাত ধরেই ফের তৃণমূলে সোমেন-জায়া শিখা মিত্র

নদী থেকে গণ্ডারের দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বনদফতরের কর্মীরা৷ জলদাপাড়া বনবিভাগের চিলাপাতা রেঞ্জের কর্মী এবং আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছোন। পে-লোডার দিয়ে বিশালাকার গণ্ডারের দেহটিকে ট্রাক্টরের মধ্যে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। গণ্ডারটির মৃত্যু কিভাবে হল, তা খতিয়ে দেখতে ময়ানতদন্ত করা হবে বলে জানিয়েছেন বনাধিকারিকরা৷ অন্যদিকে, গণ্ডারটি কোথা থেকে কীভাবে ভেসে এল, তাও খতিয়ে দেখছে বনদফতর। জলদাপাড়া বনবিভাগে এর আগেও বেশ কয়েকটি গণ্ডার শিকারের ঘটনা প্রকাশ্যে আসে৷ গণ্ডারটির মৃত্যুর পিছনে চোরাশিকারীদের হাত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখছে বন দফতর৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Alipurduar north bengal River
Advertisment