Advertisment

'দুর্বৃত্তদের হাতে আইন তুলে নিতে দেব না', রিষড়ায় কড়া বার্তা রাজ্যপাল আনন্দ বোসের

সরজমিনে পরিস্থিতি দেখলেন রাজ্যপাল।

author-image
IE Bangla Web Desk
New Update
Rishra Violence: Governor C V Anand Bose returns from Darjeeling to Kolkata

রাজ্যপালের সঙ্গে কথা বলছেন চন্দননগরের পুলিশ কমিশনার অমত জাভালগি।

রামনবমীর শোভাযাত্রা ঘিরে হিংসার জেরে উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে শহরে ফিরলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর রিষড়ার ঘটনার জেরেই সফরে কাটছাঁট রাজ্যপালের। কলকাতা বিমানবন্দরে পৌঁছেই শান্তি বজায় রাখতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল। বলেছেন, 'ভয়ঙ্কয় প্রবণতা। এটা চলতে দেওয়া যায় না। অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে। বাংলার মানুষ অনেক সহ্য করেছেন, আর নয়। বাংলার মানুষের শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকারী রয়েছে। যেকোনও মূল্যে শান্তি ফেরাতে হবে। দুষ্কৃতীদের কোনও মতেই ছাড় দেওয়া হবে না। বাংলায় দীর্ঘদিন ধরে এই ধরনের রাজনীতির অপরাধীকরণ চলছে। এবার তার শেষ হওয়া প্রয়োজন। ঐক্যবদ্ধভাবেই আমাদের সকলকে শান্তি বজায় রাখতে হবে। সবাইকে একসঙ্গে হয়ে এই নৈরাজ্যকে উৎখাত করতে হবে। ব্রেক ইন্ডিয়া ব্রিগেড প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত রোখার চেষ্টা করছে। একই ভাবে আত্মনির্ভর বাংলাও অশুভ শক্তির বিনাশ করবে। শান্তি প্রতিষ্ঠা হবেই, অপরাধীরা গরাদের ভিতরে যাবে।'

Advertisment

বিমানবন্দর থেকেই সোজা রিষড়ায় পৌঁছে যান রাজ্যপাল। শুরুতেই চন্দননগরের কমিশনারের সঙ্গে কথা বলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। উল্লেখ্য, রাজ্যপাল পদের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনও ঘটনার প্রেক্ষিতে সেই জায়গায় গেলেন রাজ্যপাল।

পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলার পাশাপাশি রিষড়া রেল স্টেশনে যান রাজ্যপাল। কথা বলেন রেল আধিকারিকদের সঙ্গে। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছেন রাজ্যপাল। সি ভি আনন্দ বোসকে রিষড়াবাসী বলেন, 'আমাদের নিরাপত্তা বিঘ্নিত। গভীর রাতে পাথর ছোড়া হয়েছে। প্রচণ্ড আতঙ্কে রয়েছি আমরা। অনেকেই লুকিয়ে আছেন। পুলিশ নিষ্ক্রিয় রয়েছে। ফলে আমাদের বাঁচান।' অনেকেই বহিরাগতদের দিয়ে অশান্তি ছড়ানোর কথা তুলে ধরেন। শেষে রাজ্যপাল বলেন, 'বাঁচুন, এবং বাঁচতে দিন।'

রিষড়ার পরিস্থিতি ঘুরে দেখে রাজ্যপাল সি ভি আনন্দ বোস পৌঁছে যান কলকাতায় এসএসকেএম হাসপাতালে। সেখানে রিষড়ার অশান্তির ঘটনায় একজন আহত হয়ে ভর্তি রয়েছেন ট্রমা কেয়ার ইউনিটে। দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ রাজ্যপাল এসএসকেএম হাসপাতালে পৌঁছে সোজাযান ট্রমা কেয়ার ইউনিটে।

অন্যদিকে, রিষড়ার চার নম্বর রেলগেট এলাকায় সোমবার রাতে ফের হিংসা ছড়ায়। রেলগেটের কাছে পাথরবৃষ্টিতে একটি মিষ্টির দোকানে অ্যাসবেস্টস ছাউনি ক্ষতিগ্রস্ত হয়। কাচের বোতল, পাথর ছোড়া হয় বলে অভিযোগ। রেললাইনের পাথর ছোড়া হয় বলে অভিযোগ। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। হিংসার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল। পুলিশ টহলদারির মধ্যেই বোমাবাজি হয় বলে অভিযোগ। যাত্রীরা দুর্ভোগে পড়েন। রাত ১টা নাগাদ স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

jরিষড়ায় অশান্তির প্রেক্ষুতে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে এদিন আবেদন করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শুভেন্দু। গোটা বিষয়টি খতিয়ে দেখে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অতিরিক্ত হলফনামা জমা দিয়ে রিষড়ার অশান্তির কারণ বিবরণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- রামনবমীর মিছিলে অস্ত্র হাতে যুবক! চিনিয়েছিলেন অভিষেক, অবশেষে গ্রেফতার

West Bengal Ram Navami violence c v anand bose
Advertisment