রিষড়ায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুই সম্প্রদায়েরই লোক রয়েছে তাতে।
পর পর দুদিন অশান্তির পর স্বাভাবিক ছন্দে ফিরছে রিষড়া। প্রশাসনের নজরদারিতে শান্ত হয়েছে এলাকা। ধীর গতিতে হলেও বুধবার সকালে স্বাভাবিক ছন্দে ফেরার দৃশ্য চোখে পড়েছে। গত রবিবার সন্ধেয় রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে অশান্ত হয় এলাকা। জারি হয় ১৪৪ ধারা। তার পর সোমবার রাতে ফের রিষড়ার চার নম্বর রেলগেট এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। মঙ্গলবারই এলাকায় যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
Advertisment
গোটা এলাকায় রুট মার্চ করছে পুলিশ। গলিতে গলিতে বসানো হয়েছে পুলিশ পিকেট। চার নম্বর রেলগেটের কাছে আরপিএফ ক্যাম্প বসিয়েছে। রাস্তায় বেরোতে শুরু করেছেন স্থানীয়রা। তবে চাপা আতঙ্ক রয়েছে চোখেমুখে। সেরকম ভিড় নেই। যেখানে সোমবার রাতে অশান্তি ছড়ায় সেখানে কয়েকটি সবজি এবং মুদির দোকান খুলেছে। রাস্তায় চলছে টোটো-রিকশা। তবে প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করেনি। ইন্টারনেট পরিষেবাও স্বাভাবিক হয়নি এলাকায়।
স্থানীয় বাসিন্দারা এখনও আতঙ্কিত। তাঁরা বলছেন, আমরা এখনও আতঙ্কে রয়েছি। আমরা চাই আতঙ্ক কাটুক, শান্তি ফিরুক। সকলে যেন শান্তিতে একসঙ্গে বাস করতে পারি সেটাই চাইছি।
এদিকে, রিষড়া কাণ্ডে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিনের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব শাহের। এর আগে শিবপুরে হিংসার ঘটনাতেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল আনন্দ বোস এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ফোনে কথা বলেন শাহ। খোঁজ নেন পরিস্থিতির। কেন্দ্রের তরফে রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি।