/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Rituparna-Sengupta.jpg)
Rituparna Sengupta: পাঁচ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
Rituparna Sengupta: রেশন দুর্নীতি মামলায় বিস্ফোরক দাবি ইডি-র। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান। রেশন দুর্নীতি মামলায় জেরার পরই এমন কথা তদন্তকারীদের জানিয়েছেন ঋতুপর্ণা। মঙ্গলবার ইডি সূত্রেই এমনটাই দাবি করা হয়েছে।
গত মাসে ইডি-র তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী। সেখানে ৫ ঘণ্টা তাঁকে জেরা করা হয়। বেরিয়ে ঋতুপর্ণা দাবি করেছিলেন, রেশন দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাঁর কাছে যা নথি চাওয়া হয়েছিল তা তিনি তদন্তকারীদের হাতে তুলে দিয়ে আসেন বলে সূত্রের খবর।
ইডি সূত্রে জানা যায়, রেশন দুর্নীতি মামলায় ধৃত এক অভিযুক্তের সঙ্গে অভিনেত্রীর আর্থিক লেনদেন হয়েছিল। সূত্রের খবর, প্রায় কোটির অঙ্কে ওই অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন হয় একটি সংস্থার। সেই সংস্থার কর্ণধার হিসাবে নাম উঠে এসেছে ঋতুপর্ণার। সেই লেনদেন সংক্রান্ত তথ্য জানতেই গত ১৯ জুন ঋতুপর্ণাকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে। তার আগে ৫ জুন তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু সেদিন তিনি যাননি।
আরও পড়ুন Rituparna Sengupta: রেশন দুর্নীতিতে আদৌ যুক্ত ঋতুপর্ণা? ৫ ঘণ্টা জেরার পর বেরিয়ে অভিনেত্রী বললেন…
গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা বলেন, 'আমার সহযোগিতায় তদন্তকারীরা খুশি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। ওঁরাও সহযোগিতা করেছেন, আমিও সহযোগিতা করেছি।'