Rituparna Sengupta-ED: রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ জুন তাঁকে ইডির কলকাতার দফতরে ডেকে পাঠানো হয়েছে।
এর আগে ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডির তলবের মুখে পড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। একগুচ্ছ প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। জেলবন্দি রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ED। রোজভ্যালি বাংলা সিনেমায় বিনিয়োগ করেছিল। ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ অনেকেই রোজভ্যালির প্রযোজিত সিনেমায় কাজ করেছিলেন।
সে সময় সে ব্যাপারে কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এমনকী সেই সময়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও। এবার ফের একবার ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এবার রেশন বন্টন দুর্নীতি মামলায় তলব করা হয়েছে তাঁকে।
আরও পড়ুন- Mamata attacks Modi: ‘উনি তো ঈশ্বরের দূত! ধ্যানের কী দরকার’? জনসভা থেকে মোদীকে খোঁচা মমতার
রেশন কেলেঙ্কারির মামলায় ইতিমধ্যেই জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা।
তবে ঠিক কী কারণে বা কার সঙ্গে যোগাযোগের কারণে ঋতুপর্ণা সেনগুপ্তকে রেশন বন্টন দুর্নীতি মামলায় ডেকে পাঠালো ইডি, তা কিন্তু এখনও স্পষ্ট হয়নি। এমনকী ঋতুপর্ণার তরফেও এব্যাপারে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি।