Advertisment

Baguiati Incident: হুড়মুড়িয়ে মাথার ওপর ভেঙে পড়ল ছাদ! কলকাতায় মর্মান্তিক মৃত্যু কিশোরের

Kolkata News: খাস কলকাতায় আবারও মর্মান্তিক মৃত্যু। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার খবর পেয়েও এলাকায় বিপর্যয় মোকাবিলা দলকে বহুক্ষণ পর পাঠানো হয়েছিল। ঘটনার সময় ওই কিশোর ঘরে বসে টিভি দেখছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
roof break over the boy and he died in Baguiati, Kolkata, বাগুইআটি, কিশোরের মৃত্যু, বাড়ির ছাদ ভেঙে মৃত্যু কিশোরের

Baguiati Incident: ভেঙে পড়া সেই বহুতলের অংশ।

Kolkata News: ফের কলকাতায় (Kolkata) ভেঙে পড়ল বহুতল। এবার বাগুইআটিতে তিনতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল ওই বাড়িরই বাসিন্দা এক কিশোরের। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisment

একটানা কয়েকদিন ধরে চলছে বৃষ্টি (Rain)। বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পর রাতের দিকে বাগুইআটি অশ্বিনীনগরে আচমকা একটি তিনতলা বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে। ঘটনার সময় ঘরেই ছিলেন ধ্রুবজ্যোতি মণ্ডল নামে ওই কিশোর। ছাদের চাঙর কিশোরের মাথার উপর ভেঙে পড়ে।

দুর্ঘটনার পরে বিশাল সিমেন্টের চাঙরের নিচেই চাপা পড়ে ছিল ওই কিশোর। খবর পাওয়ার পর বহুক্ষণ পর এলাকায় বিপর্যয় মোকাবিলার দলকে পাঠায় প্রশাসন, অনন্ত এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। উদ্ধারকারী দলের সদস্যরা সেই বাড়ির ভিতরে ঢুকে সিমেন্টের চাঙর সরিয়ে উদ্ধার করে ওই কিশোরকে। আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন- Hilsa: সাধের ইলিশ নিয়ে হইচই ফেলা খবর! কঠিন নিষেধাজ্ঞায় দুচিন্তায় মৎস্যজীবীরা

অন্যদিকে, হাওড়ার সালকিয়ায় টানা বৃষ্টির জেরে জমা জলে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে এক তরুণীর। বৃহস্পতিবার রাতে বোনকে সঙ্গে নিয়ে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন সালকিয়ার তাঁতি পাড়ার বাসিন্দা পূরবী দাস। তাঁদের বাড়ির সামনেই জল জমে ছিল। জমা জলে কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই তরুণী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন- Hawker Eviction: ফুটপাতে TMC কার্যালয় দেখেও দেখল না পুরসভা, বুলডোজারে গুঁড়িয়ে গেল সারি-সারি দোকান

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই তরুণীর বাড়ির সামনে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে। সেই খুঁটি থেকে কোনওভাবে একটি তার বেয়ে পড়েছিল রাস্তার জলে। তা থেকেই ওই তরুণী বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন বলে মনে করা হচ্ছে।

Death kolkata news Baguiati
Advertisment