খারিজ হয়ে গেল সুকন্যা মণ্ডলের জামিনের আর্জি। আপাতত ফের এক দফায় তিহাড়েই থাকতে হচ্ছে কেষ্ট-কন্যাকে। আগামী ১২ জুলাই পর্যন্ত অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের। তবে আগামী ২৬ মে রাউস অ্যাভিনিউ কোর্টেই সুকন্যার আরও একটি জামিন আর্জির শুনানি হতে পারে।
আপাতত তিহাড়েই থাকতে হচ্ছে বাবা-মেয়েকে। গরু পাচার মামলায় গত ২৬ এপ্রিল গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল সভাপতির মেয়ে সুকন্যা মণ্ডল। ইডির দাবি, গরু পাচারে বাবা অনুব্রত মণ্ডলের পাশাপাশি মেয়ে সুকন্যা মণ্ডলও সমানভাবে যুক্ত। গরু পাচারের বিপুল টাকা কোথায় বিনিয়োগ করতে হবে, সেব্যাপারে বাবা-মেয়েকে পরামর্শ দিতেন হিসাবরক্ষক মণীশ কোঠারি। মণীশের পরামর্শ শুনে কাঁড়ি-কাঁড়ি টাকা কোথাও জমি কিনে কোথাওবা ফ্ল্যাট কিনে কোথাও অন্য সম্পত্তি কিনে বিনিয়োগ করা হতো।
আরও পড়ুন- বেঁকে বসেছিল পুলিশও, ‘নাছোড়’ শুভেন্দুর সভায় শেষমেশ সায় দিল হাইকোর্ট?
গরু পাচারের মামলায় মেয়ের গ্রেফতারির পর স্বভাবতই বেশ ভেঙে পড়েছেন অনুব্রত মণ্ডল। এমনকী মেয়ের জামিন যাতে হয়ে যায় সেব্যাপারেও প্রার্থনা করেছেন তিনি। তবে কেষ্টর সেই আর্তি শুনলেন না বিচারক। গরু পাচার মালায় এবার টানা ২ মাসের জন্য সুকন্যকে জেলে রাখার নির্দেশ বিচারকের।
আরও পড়ুন- কেন শর্টকাটে ডাক্তার তৈরির প্রস্তাব মুখ্যমন্ত্রীর? পিছনে গূঢ় উদ্দেশ্য দেখছেন অভিজ্ঞ চিকিৎসকরা
তদন্তে শুরু থেকেই সুকন্যার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ইডির। তদন্তকারীদের আরও অভিযোগ, গরু পাচার নিয়ে প্রশ্ন করলেই সুকন্যা এড়িয়ে যাচ্ছেন। সব বিষয়েই হয় বাবা জানেন নয়তো মণীশ আঙ্কল জানেন, বলে উত্তর দিচ্ছেন সুকন্যা। অনেক প্রশ্নের উত্তরে সুকন্যা চুপ থাকছেন বলেও দাবি ইডির।